• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

মোংলায় যুক্ত হচ্ছে আরও তিনটি অত্যাধুনিক মোবাইল ক্রেন

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ জুলাই ২০২১  

মোংলা বন্দরে যুক্ত হচ্ছে আরও তিনটি অত্যাধুনিক মোবাইল হারবার ক্রেন। ইতিমধ্যে ক্রেন নিয়ে বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ ‘ইমকি’। ইতালি পতাকাবাহী এ জাহাজটি বুধবার (৭ জুলাই) দুপুরে বন্দরের নয় নম্বর জেটিতে নোঙ্গর করে। এ তথ্য নিশ্চিত করেন হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখরউদ্দিন।

জাহাজটিতে ক্রেন ছাড়াও ৮০টি প্যাকেজে এর মূল্যবান যন্ত্রাংশ আনা হয়েছে। আগামী পাঁচ দিনের মধ্যে এসব ক্রেন খালাস করে জার্মান প্রকৌশলীদের মাধ্যমে বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে।

স্থানীয় শিপিং এজেন্টের প্রতিনিধি সাখাওয়াত হোসেন মিলন বলেন, অত্যাধুনিক এই ক্রেনগুলো জার্মানির লিভার কোম্পানির তৈরি। এক মাস আগে জার্মানের রকস্ট্রক বন্দর থেকে ক্রেন নিয়ে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসে ‘ইমকি’ জাহাজটি। বন্দরে এই ক্রেন সরবরাহ করে সাইফ পাওয়ার লিমিটেড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের যান্ত্রিক ও তড়িৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সোহেল রানা বলেন, আমদানি করা এসব ক্রেন বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে। যা দিয়ে বন্দরের ১২ সারিতে কন্টেইনার জাহাজ একসাথে হ্যান্ডলিং করা যাবে। ১৩শ’ ৩২ মেট্রিক টন ওজনের এই মোবাইল হারবার ক্রেনের ব্যয় হয়েছে ১২০ কোটি টাকা।

আগামী পাঁচ দিনের মধ্যে ‘ইমকি’ জাহাজ থেকে অত্যাধুনিক এসব ক্রেন খালাস করে জার্মানের প্রকৌশলীদের দিয়ে বন্দরের জেটিতে সংযুক্ত করা হবে বলেও জানান তিনি।

এর আগে গত ১৫ জুন আরও দুটি মোবাইল হারবার ক্রেন আমদানি করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিক করতে নতুন নতুন ইকুইপমেন্ট সংযোজন করা হচ্ছে জানিয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, নানামুখি উন্নয়নমূলক কর্মকাণ্ডে বিদেশিরা এই বন্দর ব্যবহারে আগ্রহ বাড়াচ্ছেন। বন্দর সকল প্রকার জটিলতা কাটিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে। এরই মধ্যে লাভজনক বন্দরে পরিণত হয়েছে। 

বন্দর উন্নয়নে আরও ৭শ’ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান তিনি।