• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক রপ্তানিতে হারানো সম্মান ফিরে পেল বাংলাদেশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ আগস্ট ২০২১  

করোনা মহামারির মধ্যেই মার্কিন পোশাকের বাজারে ভিয়েতনামকে পেছনে ফেলল বাংলাদেশ। উদ্যোক্তারা বলছেন, চুক্তিমতো পোশাক সরবরাহের সক্ষমতার কারণেই বাংলাদেশে ক্রয়াদেশ বাড়াতে চান ক্রেতারা। আর বাজারের গতি বুঝে ব্যবসায়ীদের উৎপাদন পরিকল্পনা সাজানোর পাশাপাশি দূতাবাসগুলোকে কৌশলী হওয়ার তাগিদ অর্থনীতিবিদদের।

করোনার ধাক্কায় দেড় বছর ধরে যখন বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি; তখন মার্কিন বাজার দখলের লড়াইয়ে ভিয়েতনামকে পেছনে ফেলেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাণিজ্যবিষয়ক কার্যালয় অটেক্সার হালনাগাদ তথ্যে দেখা যায়, ২০২০ সালের জুলাই পর্যন্ত এক বছরে বাংলাদেশ থেকে মার্কিন বাজারে গেছে ৫৩২ কোটি ডলারের পোশাক; আর গত জুলাই পর্যন্ত এক বছরে গেছে ৫৮৯ কোটি ডলারের। অর্থাৎ বছরের ব্যবধানে মার্কিন পোশাকের বাজারে বাংলাদেশের আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ। এই প্রবৃদ্ধি ভিয়েতনামের চেয়ে প্রায় দ্বিগুণ।

উদ্যোক্তারা বলছেন, যে কোনো পরিমাণ ক্রয়াদেশ প্রতিশ্রুত সময়ের মধ্যে পৌঁছে দেওয়ার কারণেই ক্রেতাদের চাহিদা মেটাতে এগিয়ে থাকবে বাংলাদেশ।

বিকেএমইর প্রথম সভাপতি মোহম্মদ হাতেম সময় সংবাদকে বলেন, করোনার কারণে দীর্ঘদিন মার্কেট বন্ধ ছিল। এ কারণে বড় রকমের অর্ডার জমে ছিল। এখন অবস্থা স্বাভাবিক হচ্ছে। ধারণা করা যাচ্ছে সবকিছু স্বাভাবিক হলে পরিস্থিতির আরও উন্নতি হবে।

অর্থনীতিবিদরা বলছেন, বাজার দখলে ব্যবসায়ীদের যেমন তৈরি করতে হবে বাজার উপযোগী পোশাক তেমনি সরকারকে শক্তিশালী করতে হবে অর্থনৈতিক কূটনীতি।

এ ব্যাপারে সময় সংবাদকে দেওয়া এক সাক্ষাৎকারে অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির বলেন, আমাদের সক্ষমতা বাড়াতে হবে। বিশেষ করে পোশাক খাতে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। বিদেশি বিনিয়োগ বাড়লে আন্তর্জাতিক নেটওয়ার্ক বৃদ্ধি পাবে। এতে করে অর্ডারের পরিমানও বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, আমাদের একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। অতি দ্রুত ইউএস ট্রেড কমিশনের সঙ্গে বৈঠকে বসে কীভাবে পোশাক খাত আরও সমৃদ্ধ করা যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে।

অটেক্সার হিসাব, চলতি বছরের প্রথম ৬ মাসে মার্কিন বাজারে বাংলাদেশি পোশাক রপ্তানি থেকে আয় বেড়েছে যেখানে ২৬.৮১ শতাংশ, সেখানে ভিয়েতনামের আয় বেড়েছে ২০.৪৫ শতাংশ অর্থাৎ বাংলাদেশের চেয়ে প্রায়ে সাড়ে ৬ শতাংশ কম।