• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বেকুটিয়া সেতুর মাধ্যমে বদলে যাবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা

আলোকিত ভোলা

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২১  

পিরোজপুরের কচা নদীর ওপর নির্মিত বেকুটিয়া সেতুর মাধ্যমে নতুন মাত্রা পাচ্ছে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। সেতুর ৮৫ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এটি চালু হলে বরিশালের সঙ্গে খুলনার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে।

সাতটি উপজেলায় প্রায় ডজনখানেক নদী নিয়ে গঠিত দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম কৃষিপ্রধান জেলা পিরোজপুর। যেকোনো উপজেলায় যেতে হলে পার হতে হয় নদী। এ জন্য সুনির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে দীর্ঘ সময় লাগে।

জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সদরের কুমিরমারা ও কাউখালী প্রান্তের বেকুটিয়ায় পয়েন্টে নির্মাণ হচ্ছে অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু। ২০১৭ সালের শেষ দিকে সেতুর নির্মাণকাজ শুরু হয়। ইতোমধ্যে সেতুটির ৮৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চলতি অর্থবছরেই শতভাগ নির্মাণকাজ শেষ করে আগস্টে যান চলাচলের জন্য সেতু খুলে দেওয়ার আশা প্রকল্প সংশ্লিষ্টদের।
 
পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন জানান, জুন ২০২২ এর মধ্যে আশা করা যায় এ সেতুর কাজটি শেষ হবে। এ ব্রিজটি হলে দক্ষিণ অঞ্চলের পিরোজপুরসহ সব জেলার মানুষের সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।

সেতুটি চালু হলে বরিশালের সঙ্গে খুলনার নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপনসহ কুয়াকাটা সমুদ্রসৈকত, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরে সরাসরি সড়ক সংযুক্ত করবে।
 
স্থানীয়রা জানায়, এ ব্রিজের ফলে এখানের মানুষের জীবনমানের উন্নতি হবে। এ ছাড়া এখন দেড় থেকে দুই মিনিটে ব্রিজটি পার হতে পারবে। চীন সরকারের সহযোগিতায় নির্মিত ৯৯৮ মিটার দীর্ঘ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুটি নির্মাণে খরচ হবে প্রায় ৮০৯ কোটি টাকা।