• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

আশার আলো দেখাচ্ছে পোশাকশিল্প

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতার মধ্যেই প্রত্যাশার চেয়েও বেশি ডলার নিয়ে এল দেশের তৈরি পোশাকশিল্প। গত মাসে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৩১৬ কোটি ৩০ লাখ ডলার ধরা হলেও এসেছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কাটাতে ভূমিকা রাখবে রফতানি আয়ের এ প্রবৃদ্ধি।

তৈরি পোশাকশিল্পে ৪ হাজার ২৬১ কোটি ডলার আয় আর ৩৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গত অর্থছর শেষ করার পর চলতি অর্থবছরের শুরুতেও সুখবর দিল খাতটি। যেখানে গত অর্থবছরের শুরুতেই এ খাতের আয় কমেছিল ১১ দশমিক ০২ শতাংশ; সেখানে চলতি অর্থবছরের শুরু হল ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি আয় নিয়ে।

অর্থনৈতিক উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, গত মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় এসেছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।
 
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের সংকট মোকাবিলায় যখন চাপ দেয়া হচ্ছে আমদানি ব্যয় কমাতে, অস্থির যখন বৈদেশিক মুদ্রা বাজার। তখন রফতানি আয়ের এমন ইতিবাচক প্রবৃদ্ধি বিশ্ববাজারে জানান দিল বাংলাদেশের শক্ত অবস্থানের কথা।
 
এদিকে খাত বিশেষজ্ঞরা বলছেন, পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও এখনো ব্যাপক ঘাটতি রয়েছে উৎপাদন দক্ষতায়। এই বাধা দূর করতে সমন্বিত উদ্যোগ নিলে সহজেই বাড়বে এ খাতে রফতানি আয়।

তৈরি পোশাকশিল্পে ভর করে গত জুলাইয়ে পণ্য রফতানি থেকে দেশে আয় এসেছে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি।