• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

উত্তরের ১১ জেলায় গ্যাস সরবরাহ শিগগিরই

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

২০২৩ সালের জুনে সিএনজি স্টেশন ও শিল্প উৎপাদনে গ্যাস পাচ্ছে রংপুর ও নীলফামারীবাসী। শিগগিরই শেষ হবে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ। তারপরই পীরগঞ্জ, রংপুর ও সৈয়দপুরে ৩টি স্টেশন থেকে আশপাশের ১১ জেলায় লাইন সম্প্রসারণ ও সাবস্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হবে। এমন আশার কথা জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল।

সরেজমিনে দেখা যায়, বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পাইপলাইনের মধ্যে ১৪৫ কিলোমিটার বসানো হয়ে গেছে। দুর্ঘটনাসহ ঝক্কিঝামেলা এড়াতে শহরের বদলে গ্রামাঞ্চল দিয়ে প্রধান সরবরাহ লাইন বসানো হয়েছে।

পীরগঞ্জ, রংপুর ও সৈয়দপুরে ৩টি গ্যাস স্টেশন নির্মাণের কাজও চলছে সমান গতিতে। শুরুতে ৩০ ইঞ্চি পাইপলাইনে প্রতিদিন অন্তত ৫০০ মিলিয়ন এমএমসি এফডি গ্যাস সরবরাহ করা হবে। এরই মধ্যে অধিগ্রহণসহ ভূমিসংক্রান্ত সব প্রক্রিয়াও শেষের পথে।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসান বলেন, পাইপলাইনের কাজগুলোর জন্য তাদের দখল বুঝিয়ে দেয়াসহ আমাদের যে পরিকল্পনাগুলো আছে আগামী ডিসেম্বরের মধ্যে সব শেষ হবে ইনশাআল্লাহ।

সৈয়দপুরের বিভিন্ন কারখানা, নীলফামারীর উত্তরা ইপিজেড, পীরগঞ্জ ও রংপুরের বিভিন্ন শিল্প ইউনিটে গ্যাস সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলবে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বলে জানান বগুড়া, রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী এসএম আমির হোসেন।

তিনি বলেন, এই স্টেশনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহ করা হবে। এ ছাড়া সৈয়দপুরে যে স্টেশনটা হচ্ছে সেটার সাহায্যে উত্তরা ইপিজেড ও আশপাশের জেলায় গ্যাস যাবে। ফিলিংস্টেশন ও সিএনজি এর সুযোগ-সুবিধা পাবে। আর সরকার সুযোগ দিলে বাসাবাড়িতেও গ্যাস যাবে।

বিদ্যুৎ প্লান্ট, শিল্প, বাণিজ্যিক সংযোগই শুধু নয়, দেশে গ্যাসের মজুদ বাড়লে ভবিষ্যতে আবাসিক সংযোগও পাবেন উত্তরের ৮টি জেলার মানুষ বলে জানান বগুড়া, রংপুর সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের উপব্যবস্থাপক জহুরুল কবীর।

তিনি বলেন, আমাদের ল্যান্ড অ্যাকুজেসনের কাজ শেষ। বাকি কাজ আগামী সপ্তাহে শুরু হয়ে যাবে।

২০১৮ সালে শুরু হওয়া কাজটি চলতি বছরে জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও করোনাক্রান্তিতে বাধাগ্রস্ত হওয়ায় ২০২৩ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে কাজের মেয়াদ। তবে ১৩৭৮ কোটি টাকার এই প্রকল্পের নির্মাণ ব্যয় তাতে বাড়ছে না।