• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

পায়রায় প্রথম ভিড়বে ৪৫ হাজার টনের মাদার ভ্যাসেল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৩ মার্চ ২০২৩  

চলতি মাসেই পায়রা বন্দরে ৪৫ হাজার টনের প্রথম মাদার ভ্যাসেল ভিড়বে। জেটিতে সরাসরি মাদার ভ্যাসেল ভিড়তে পারায় নতুন সম্ভাবনা দেখা দিয়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান।

পটুয়াখালীর রামনাবাদ নদীতীরে অবস্থিত দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা। ২০১৬ সালের ১৩ আগস্ট সীমিত পরিসরে বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই এখানে দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের আগমন শুরু হয়। তবে গত সাড়ে ছয় বছরের হিসাবে যে পরিমাণ জাহাজ পণ্য খালাস করেছে, তার বেশির ভাগই এসেছে ২০২২ সালে।

আর এর বড় একটি অংশ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিদেশ থেকে নিয়ে আসা কয়লার জাহাজ। এ বিষয়ে বন্দর চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, চলতি মাসের তৃতীয় সপ্তাহে বন্দরে এ প্রথম ৪৫ হাজার টনের একটি মাদার ভ্যাসেল ভিড়বে, যা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসছে।

সংশ্লিষ্টরা বলছেন, ক্যাপিটাল ড্রেজিং এবং প্রথম জেটির কাজ শেষ হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী জাহাজ ছাড়াও অন্যান্য বাণিজ্যিক জাহাজ আসতে শুরু করবে। ফলে বন্দর ঘিরে বাণিজ্যিক কার্যক্রম বাড়বে।

পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি মো. গিয়াস উদ্দিন বলেন, মাদার ভ্যাসেল সরাসরি আমাদের জেটিতে ভিড়বে এবং কম খরচে মালামাল পরিবহন করা যাবে। এতে ব্যবসায়ীরা উপকৃত হবেন।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ১ হাজার ২৯০টি দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজ পণ্য খালাস করেছে এ বন্দরে। এর মধ্যে শুধু ২০২২ সালিই ৯৪৫টি জাহাজ। বিগত সাড়ে ছয় বছরে বন্দরের আয় হয়েছে ৬৭ কোটি ৭৫ লাখ ৭৯ হাজার টাকা; আর রাজস্ব আয় ৬৮৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকা।