• শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৩ ১৪৩০

  • || ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবকে সব সময় হৃদয়ের কাছাকাছি পেয়েছি: প্রধানমন্ত্রী আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ

১৫০ কিমি সঞ্চালন লাইন প্রস্তুত, অপেক্ষা গ্যাস সরবরাহের

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩  

বগুড়া থেকে নীলফামারী পর্যন্ত ১৫০ কিলোমিটার গ্যাস সঞ্চালনের পাইপলাইন প্রস্তুত। শেষ হয়েছে কমিশনিং প্রক্রিয়াও। এখন শুধু অপেক্ষা বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের। তবে ক্ষুদ্র শিল্পকেও সমানভাবে গুরুত্ব দেয়াসহ দ্রুত সময়ের মধ্যে সরবরাহের দাবি শিল্প উদ্যোক্তাদের।

সংশ্লিষ্টরা জানান, বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন গ্যাস সঞ্চালন লাইন স্থাপন শেষ হয়েছে। এর মধ্যে পীরগঞ্জ টিবিএস-২০ এমএমএসসিএফডি (সিটি গেট স্টেশন), রংপুর টিবিএস- ৫০ এমএমএসসিএফডি, সৈয়দপুর সিজিএস-১০০ এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন পাইপলাইন দিয়ে প্রতিদিন সরবরাহ সক্ষমতা ৫০ কোটি স্ট্যান্ডার্ড কিউবিক ফিট গ্যাস।

আপাতত ভারী শিল্প কলকারখানা, ইপিজেড এবং রিফুয়েলিং স্টেশনে গ্যাস সরবরাহের পরিকল্পনা কর্তৃপক্ষের। তবে সংযোগের ক্ষেত্রে ভারী শিল্পের পাশাপাশি ক্ষুদ্র শিল্পকেও সমানভাবে গুরুত্ব দেয়াসহ দ্রুত সময়ে গ্যাস সরবরাহের দাবি শিল্প উদ্যোক্তাদের।

স্থানীয়রা জানান, ব্যাপক সম্ভাবনা থাকার পরও শুধুমাত্র জ্বালানির অভাবে এতোদিন শিল্পের বিকাশ ঘটেনি উত্তরের রংপুর অঞ্চলে। যে কারণে দেশের অন্যান্য অঞ্চল থেকে শিল্প বাণিজ্যে অনেক পিছিয়ে রংপুর বিভাগের পাঁচ জেলা। তবে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী উত্তরবঙ্গে সরাসরি পাইপলাইনে গ্যাস আসার প্রক্রিয়া শেষ হওয়ায় খুশি এই অঞ্চলের মানুষ।

তারা জানান, ‘উত্তরবঙ্গে সরাসরি পাইপলাইনে গ্যাস আসলে ঢাকায় যে বড় বড় কোম্পানি আছে সেগুলো আমাদের বাড়ির পাশে হবে। কর্মসংস্থানের সুবিধাও বাড়বে।’

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আকবর আলী বলেন, ‘গ্যাস আসলে আমাদের এখানে কলকারখানা গড়ে উঠবে। এতে শিল্পায়ন ও কর্মসংস্থানের সংকট কমে যাবে, বাড়বে অর্থনৈতিক উন্নয়ন।’

তবে মিটারিং স্টেশন, ডিআরএস স্থাপনসহ সবকিছুই প্রস্তুত। তবে সরবরাহের বিষয়টি পশ্চিমাঞ্চলীয় গ্যাস কোম্পানি লিমিটেডের ওপর নির্ভরশীল বলে জানিয়েছে পাইপলাইন স্থাপনকারী প্রতিষ্ঠান জিটিসিএলের প্রকল্প কর্মকর্তা মো. জিয়াউল হক।

তিনি বলেন, সরবরাহ নেটওয়ার্ক তৈরির মাধ্যমে ছোট-বড় শিল্প কারখানা, সিএনজি স্টেশনসহ সব ক্ষেত্রে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) গ্যাস সরবরাহ করবে।  

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন বলেন, রংপুর অঞ্চলে পাইপলাইনে গ্যাস সঞ্চালন শুরু হলেই দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা এখানে অর্থ ঢালতে আগ্রহ দেখাবে। এতে সামগ্রিকভাবে এ অঞ্চলে অর্থনৈতিক একটা পরিবর্তন আসবে।

উল্লেখ্য, প্রকল্পটি সরকার ও গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) যৌথ অর্থায়নে এক হাজার ৩৭৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়ন হচ্ছে। এরই মধ্যে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন করতে পাইপ লাইন বসানো ও অবকাঠামো নির্মাণ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালে গ্যাস সরবরাহ করবে পশ্চিমাঞ্চলীয় ডিস্ট্রিবিউশন কোম্পানি। আপাতত শিল্প, কলকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এমনকি ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তারাও পাবেন এ গ্যাসের সুফল। এখন অপেক্ষা বাণিজ্যে পিছিয়ে থাকা উত্তরের শিল্পখাতকে এগিয়ে নেয়ার।