• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা

মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করছে সরকার

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  

মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে প্রথাগত অভিবাসন-কেন্দ্রিক সম্পর্কের বাইরে গিয়ে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর জন্য সরকার অনেকদিন ধরে কাজ করছে। কোভিড পরিস্থিতির কারণে গত দুই বছর কিছুটা ধীরগতি থাকলেও সেটাকে বেগবান করার চেষ্টা করা হচ্ছে। এ বছর উভয়পক্ষের মধ্যে বেশ কয়েকটি সফর রয়েছে, যেখানে কেন্দ্রবিন্দুতে অর্থনৈতিক সম্পর্ক।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, ‘মধ্যপ্রাচ্যের দেশগুলো সবসময় আমাদের কাছে বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এখন আমাদের বড় লক্ষ্য  বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি। এর ফলে একদিকে আমাদের বাজার সম্প্রসারিত হবে, অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কের ভীত মজবুত হবে।’

বিষয়টিকে উভয়পক্ষের জন্য লাভজনক অভিহিত করে তিনি বলেন, ‘আমরা ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক করেছি। সামনের মাসগুলোতে আরও বৈঠক হবে।’

গত মাসের শেষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে কক্সবাজারে সংযুক্ত আরব আমিরাতের অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার আব্দুল নাসের জামাল আল সালির সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ সম্পর্কের রোডম্যাপ নিয়ে আলোচনা হয়।

২০২৪ সালে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি হবে জানিয়ে মাশফি বিনতে সামস বলেন, ‘আমরা শুধু উদযাপনের জন্য নয়, এটিকে  আরও বড় আকারে দেখতে চাই।  দুই পক্ষ এ ব্যাপারে একমত হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের রফতানি ওই দেশে কম, কিন্তু এটিকে বাড়ানোর অনেক সুযোগ আছে। ওই দেশের আরএকে কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছে। এছাড়া তাদের অন্যতম বড় কোম্পানি ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। নবায়নযোগ্য জ্বালানিতেও সহযোগিতা সুযোগ রয়েছে। সব মিলিয়ে উভয়পক্ষ সম্পৃক্ত থাকলে অর্থনৈতিক সম্পর্ক বাড়ানো সম্ভব।’

সৌদি আরব

বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার সৌদি আরব। এছাড়া দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক অত্যন্ত ভালো। সম্প্রতি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ গত মার্চে ঢাকা সফর করেন। বাংলাদেশে ১ হাজার কোটি ডলারের বিনিয়োগ প্রস্তাব নিয়ে তারা আলোচনা করছে।’

এ বিষয়ে মাশফি বিনতে সামস বলেন, ‘আগামী মাসের মধ্যে দুটি প্রতিনিধি দলের ঢাকায় বৈঠকের বিষয়ে আলোচনা চলছে। এর মধ্যে একটি হচ্ছে সৌদি ডেপুটি ইন্টেরিওর মন্ত্রী এবং অপরটি জয়েন্ট ইকোনোমিক কমিশনের বৈঠক।’

তিনি বলেন, ‘এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো। এছাড়া তারা যে সবুজায়ন প্রকল্প হাতে নিয়েছে এবং এর মাধ্যমে কোটি কোটি গাছ তারা রোপণ করবে, এগুলো রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ কারিগরী সহায়তা দিতে পারে।’

বাহরাইন

প্রতিবছরের মতো এ বছরও মানামা ডায়ালগ করতে যাচ্ছে বাহরাইন। যেখানে মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার জাতীয় নেতা, মন্ত্রী ও নীতি-নির্ধারকরা অংশ নিয়ে থাকেন। এ বছর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

মাশফি বিনতে সামস বলেন, ‘ওই অনুষ্ঠান নভেম্বরে হবে। আমাদের হাতে সময় আছে।’ এছাড়া কাতারের সঙ্গে আগামী মাসে এবং কুয়েতের সঙ্গে নভেম্বরে ফরেন অফিস কনসালটেশন করার কথা আছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ‘ওই সব দেশের সঙ্গে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। আশা করি ভালো ফল পাওয়া যাবে।’