সর্বজনীন নয় নতুন নাম জাতীয় পেনশন ব্যবস্থা
আলোকিত ভোলা
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২

‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ নামটি থাকছে না। এর বিপরীতে নতুন নাম হবে ‘জাতীয় পেনশন ব্যবস্থা’। শিরোনামে সর্বজনীনের জায়গায় জাতীয় শব্দটি প্রতিস্থাপন হচ্ছে। এ ছাড়া পূর্ণাঙ্গ শিরোনামে ‘দেশের সর্বস্তরের জনগণকে একটি টেকসই পেনশন কাঠামোয় অন্তর্ভুক্তির লক্ষ্যে আনীত’ শব্দটি প্রতিস্থাপনসহ কয়েকটি সংশোধন আনা হয়েছে এ সংক্রান্ত বিলে। সম্প্রতি বিলটির অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। জাতীয় সংসদের আগামী অধিবেশনে বিলটি পাশের জন্য উত্থাপন করা হবে। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।
জানা গেছে, গত ২৯ আগস্ট জাতীয় সংসদে সর্বজনীন পেনশন আইনের খসড়া বিল আকারে উত্থাপন করা হয়। এরপর সেটি পরীক্ষার জন্য পাঠানো হয় অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে। সেখানেই বিলের শিরোনামসহ বেশ কিছু সংশোধনের প্রস্তাব করা হয়। প্রসঙ্গত, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সব শ্রেণির মানুষকে পেনশন সুবিধার আওতায় আনতে এ উদ্যোগ নেওয়া হয়। এর মাধ্যমে বয়স্কদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সর্বজনীন পেনশন ব্যবস্থা বিল আলোচনার শুরুতে অর্থ সচিব (সিনিয়র) ফাতিমা ইয়াসমিন বক্তব্য রাখেন। তিনি বলেন, ২০০৮ সালে নির্বাচনের ইশতেহারে বয়স্ক জনগোষ্ঠীকে একটি টেকসই এবং সুসংগঠিত সামাজিক নিরাপদ অবকাঠামোর আওতায় বৃদ্ধকালীন সুরক্ষা নিশ্চিতের জন্য জাতীয়ভাবে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রবর্তনের অভিপ্রায় ব্যক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২০২০ সালের বাজেটে এর ঘোষণা দেওয়া হয়। পরবর্তীতে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় একটি কৌশল প্রণয়ন করা হয়, যা বিল আকারে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
কমিটির সদস্য মো. হারুন উর রশিদ বলেন, ‘সর্বজনীন পেনশন শিরোনামটি ভালো, কিন্তু আসলে ভালো না। যারা চাঁদা দেবে তারাই শুধু এর আওতায় আসতে পারবে। বিষয়টি সর্বজনীন হচ্ছে না। শুধু চাঁদাদাতারা এর সুবিধা ভোগ করবে। তিনি আরও বলেন, সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠনের কথা বলা হলেও কোন পেশার লোকজন কর্তৃপক্ষের সদস্য হবেন তা আরও সুনির্দিষ্ট হওয়া দরকার। এ ছাড়া এ পেনশনের আওতায় সবাই সুবিধা পাবেন। তবে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পেনশন পাচ্ছেন সে ব্যাপারে এ আইনে কোথাও উল্লেখ নেই। সেটি আসা দরকার ছিল। এছাড়া সর্বজনীন পেনশনের পরিচালনা পর্ষদ অনেক বড় হয়েছে। এ ক্ষেত্রে সাতজনের হওয়া উচিত। পাশাপাশি বিলে কাজের সুরক্ষার কথাটা আরও নিশ্চিত করতে হবে। তবে সর্বজনীন পেনশনের স্থানে জাতীয় পেনশন করার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
এর প্রতিউত্তরে ওই বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার বলেন, সর্বজনীন বলে সবাইকে যুক্ত করা হয়েছে। কাউকে বাদ দেওয়া হয়নি। ১৮ থেকে ৫০ বছরের লোকজন এর আওতায় আসবে। তারা ৬০ বছর পূর্ণ হলে পেনশন পাবেন। তিনি আরও বলেন, পঞ্চাশোর্ধ্বরা এর আওতায় আসতে পারবেন। যদি তারা ১০ বছর চাঁদা দেন। আর সরকারি চাকরিজীবীদের এর আওতায় আনার বিষয়টি বিলে বিবেচনা করা হয়েছে। সরকার চাইলে সরকারি বা স্বায়ত্তশাসিতদের নিয়ে আসতে পারবে। অর্থাৎ আইনের মাধ্যমে সর্বজনীনতা রক্ষা করা হয়েছে। সর্বজনীন ও জাতীয় এর মধ্যে দ্বন্দ্ব নেই। পর্ষদ বড় এর উত্তর দিতে গিয়ে গভর্নর বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সদস্য ৫০ জনের বেশি। ফলে এটি একটা পর্ষদ, এটা একটু বড়ই হয়। তিনি আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীদারকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া নিম্নআয়ের লোকজনকে সরকার প্রণোদনা দিয়ে এখানে অন্তর্ভুক্ত করছে।
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আবদুস শহীদ বলেন, সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠনের ধারা ৬(১) এ বলা হয়েছে- এখানে একজন নির্বাহী চেয়ারম্যান এবং চারজন সদস্য থাকবেন। এটা যদি রেগুলেটরি বডি হয় তাহলে সংবিধানের আর্টিক্যাল ৭ অনুযায়ী জনগণ দেশের মালিক। কিন্তু এখানে জনগণের প্রতিনিধি রাখা হয়নি। অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রানা মোহাম্মদ সোহেল বলেন, বিলে দুটি তহবিলের কথা উল্লেখ করা হয়েছে। একটি পেনশন তহবিল অপরটি পেনশন কর্তৃপক্ষ তহবিল। এ ক্ষেত্রে ঋণ কোন তহবিলের জন্য নেওয়া হবে। এ ছাড়া পেনশন ফান্ড বিনিয়োগের জন্য কোনো অবকাঠামো আছে কি না। তিনি আরও বলেন, পেনশন ফান্ডের নিরাপত্তার পদ্ধতি কী সেটিও তুলে ধরতে হবে।
এ সময় ব্যাখ্যা দিয়ে গভর্নর বলেন, সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ গঠনের ক্ষেত্রে বেজা ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) মতো মানদণ্ড অনুসরণ করা হয়েছে। সরকার চাইলে কর্তৃপক্ষের মাধ্যমে টাকা ঋণ নিতে পারবে। এ তহবিল হবে পুরোপুরি কল্যাণমুখী। তিনি আরও বলেন, ঋণ নেওয়া হবে কর্তৃপক্ষের জন্য। পেনশন তহবিলের জন্য। তিনি আরও বলেন, এ বিলের ধারা ১১(২) এ বলা আছে, পেনশন তহবিলের অর্থ পরিচালনা পর্ষদ সরকারি সিকিউরিটি, কম ঝুঁকিপূর্ণ অন্যান্য সিকিউরিটি ও লাভজনক অবকাঠামো খাতে বিনিয়োগের জন্য নির্ধারিত গাইড অনুমোদন এবং সময় সময় প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবে। এ ছাড়া বিশেষজ্ঞদের মাধ্যমে তহবিল ব্যবস্থাপনা করা হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র লেজিসলেটিভ ড্রাফটসম্যান এম এম ফজলুর রহমান বলেন, প্রস্তাবিত বিলে বাস্তবিক অর্থে চাঁদাদানকারীদের সর্বজনীন পেনশন প্রদানের ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। এ বিলে গঠিত তহবিল থেকে কোনো ব্যক্তিকে কোনো সাহায্য দেওয়ার বিধান নেই। সে হিসাবে সংবিধানের অনুচ্ছেদ ১৫ এখানে প্রযোজ্য নয়। প্রস্তাবের প্রথম অনুচ্ছেদ বাদ দেওয়ার সুপারিশ করেন তিনি। ওই বৈঠকে এর সঙ্গে একমত পোষণ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এটা উদ্দেশ্যের সঙ্গে মিল খাচ্ছে না। তাই প্রস্তাবের প্রথম অধ্যায় বাদ দেওয়ার কথা বলেন তিনি।
- ক্যান্সার কি, শুরু হয় কিভাবে, কত প্রকার?
- গোসলের সময় প্রস্রাবের অভ্যাস হতে পারে বিপজ্জনক!
- জাপানি মায়ের কাছে নয়, বাংলাদেশি বাবার কাছে থাকতে চায় মেজো মেয়ে
- মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা মজিদ গ্রেফতার
- উন্নয়ন অগ্রযাত্রায় আরেকটি মাইলফলক স্থাপিত হলো: প্রধানমন্ত্রী
- জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আসিনি: প্রধানমন্ত্রী
- সবাইকে হিসাব করে চলার অনুরোধ প্রধানমন্ত্রীর
- সাত মাসে রপ্তানি আয় ৩২.৪৪৭ বিলিয়ন ডলার
- জামানত হারালেন হিরো আলম
- ঘরে ঢুকে ছোট ভাইয়ের গলা কাটলেন বড় ভাই
- শীতের রান্নাবান্না
ইলিশের কোরমা - ইলেকশনে যদি হারাতে পারেন আমরা বিদায় নেবো: কাদের
- ফোনে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
- নতুন লুকে ভাইরাল শাহরুখ
- জানুয়ারিতে রেকর্ড রফতানি আয়!
- দেশের প্রথম পাতাল রেল নির্মাণ কাজ উদ্বোধন
- বেসরকারি ব্যবস্থাপনায়ও হজের খরচ বাড়লো
- ৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, শীত আরও বাড়তে পারে
- দেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য আ. লীগের বিকল্প নেই
- রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ ৩ চোর আটক
- ভাষার দাবিতে নারীদের ছিল সমান অংশগ্রহণ
- অপহরণ-হত্যা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পে
- জঙ্গলে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ
- হুজির তিন জঙ্গির স্বীকারোক্তি, দুইজন পুনরায় রিমান্ডে
- মেহেরপুরে জামায়াতের রুকন বুলেট গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় ঘরের সিঁধ কেটে মা-দুই সন্তানকে কুপিয়ে জখম
- ৪৮ বছরের মধ্যে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি দেখল পাকিস্তান
- চবির ছাত্র হোস্টেল থেকে ছাত্রী উদ্ধার
- সৌদিতে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য ঢাকায় গ্রেফতার
- দেশের প্রথম পাতালরেলের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- জঙ্গি আস্তানা গড়তে সেখানে আত্মগোপনে ছিলেন রণবীর-বাশার
- বিয়ের তিন বছর পর সুখবর শোনালেন সমলিঙ্গ দম্পতি
- দেশে প্রথম মৃত মানুষের কিডনি দুজনের দেহে সফল প্রতিস্থাপন
- দাঁড়িয়ে প্রস্রাব করলে যেসব সমস্যা হয়
- ওবায়দুল কাদেরের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সাক্ষাৎ
- ক্যান্সারের এই সাধারণ লক্ষণ অনেকেই চিনতে পারেন না, সতর্ক হন এখনই
- শরীরে ভিটামিন ডি-র ঘাটতি মেটাতে রইল ৬ টিপস
- কাশির সঙ্গে কফ উঠছে? শরীরে বাসা বাঁধতে পারে যে রোগ
- এ বছর প্রায় ৩৫ কোটি বই পেয়েছে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- নখে সাদা দাগ, কোনো রোগের লক্ষণ নয় তো?
- ৬০ টাকার বিনিময়ে ঘরে পৌঁছাবে ড্রাইভিং লাইসেন্স
- দুই সন্তান রেখে ৩ কোটি টাকা নিয়ে নির্মাণশ্রমিকের হাত ধরে উধাও
- বাবার পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা- হাইকোর্টের রায়
- ভোলার জেলেদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট ও বয়া বিতরন
- ভোলায় ভেদুরিয়ায় অপরাধ দমনে পুলিশের সিসি ক্যামেরা চালু
- কোস্ট গার্ডের অভিযানে ২২ কোটি টাকার ভারতীয় শাড়ী কাপড় জব্দ
- গুজব ছড়ানোর অভিযোগে ইসলামী ব্যাংকের ৪ কর্মকর্তা গ্রেফতার
- প্রাথমিকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী
- ভোলায় মৎস্যসম্পদ রক্ষায় বিশেষ কম্বিং অপারেশন
- পূর্বের রেকর্ড ভেঙে পাগলা মসজিদের সিন্দুকে মিলল ২০ বস্তা টাকা