• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

বাড়ছে ফোন উৎপাদনে ভ্যাট, প্রভাব পড়বে দামে

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট বসছে। একই সঙ্গে হ্যান্ডসেট সংযোজনেও ভ্যাট হার বাড়ছে। ফলে খুচরা পর্যায়ে মোবাইল ফোনের দাম বাড়বে।

দেশে মোবাইল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে ২০১৮ সালে বাজেটে বড় ধরনের শুল্কছাড় দেয় সরকার। হ্যান্ডসেট আমদানিতে ৫৭ শতাংশ শুল্কের বিপরীতে দেশে উৎপাদন কিংবা সংযোজনে প্রায় ১৬ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়। আর এই শুল্ক সুবিধার সুযোগ নিয়ে দেশে মোবাইল উৎপাদন করছে স্যামসাং, টেকনো, ভিভোসহ ১৪টি প্রতিষ্ঠান, যা দেশের চাহিদার ৯৫ ভাগ মেটাচ্ছে।

তবে যাত্রা শুরুর চার বছরের মাথায় চলতি অর্থবছরে ব্যবসায়িক পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। উৎপাদক, ডিলার ও খুচরা–এই তিন স্তরে যা বেড়ে দাঁড়ায় ১৫ শতাংশ। এতে প্রতিটি হ্যান্ডসেটে দাম বেড়েছে প্রায় তিন হাজার টাকা।
 
সেই রেশ না কাটতেই এবার প্রথম হ্যান্ডসেট উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট বসাচ্ছে সরকার। একই সঙ্গে সংযোজনে দুই ক্যাটাগরিতে বসতে পারে সাড়ে ৭ থেকে ১০ শতাংশ ভ্যাট।

এ বিষয়ে ট্রানশান বাংলাদেশ লিমিডেটের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজোয়ানুল হক বলেন, ‘যদি কাস্টমস ডিউটি ও ভ্যাট মিলিয়ে ১০ শতাংশ বাড়ে, তাহলে আমাদের ওপর প্রচণ্ড পরিমাণে প্রভাব পড়বে। এরই মধ্যে এ বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডকে জানিয়েছি, আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি।’
 
প্রসঙ্গত, বর্তমানে দেশে স্মার্টফোন ব্যবহারকারী সাড়ে চার কোটি। অথচ ফোরজি নেটওয়ার্ক পুরোপুরি ব্যবহারের জন্য অন্তত আট কোটি স্মার্টফোন ব্যবহারকারী দরকার। এ অবস্থায় এনবিআরের সম্ভাব্য পদক্ষেপ নিয়ে দুশ্চিন্তায় মোবাইল অপারেটররা।
 
বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘যদি হ্যান্ডসেটের ওপর ট্যাক্স বাড়ে, অবশ্যই মানুষ কিন্তু দামি ফোন বা স্মার্টফোন কিনতে দ্বিধাবোধ করবে। যদি আমরা ফোরজি করে থাকি, কিন্তু সে পরিমাণ স্মার্টফোন ব্যবহারকারী না থাকেন, তাহলে দেখা যাবে আমাদের বিনিয়োগেরও কার্যকর ব্যবহার হবে না।’
 
বর্তমানে ব্রডব্যান্ডে ৪০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনতে প্রতি এমবিতে বড় আইএসপিগুলোর খরচ হয় ১৮০ টাকা। অথচ ছোট সেবাদাতাদের ক্ষেত্রে তা ৩০০ টাকা। কাজেই ইন্টারনেটের দাম কমাতে এই বৈষম্য দূর করার দাবি করছে আইএসপিগুলো। এ ছাড়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেটে বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট কমানোর সম্ভাবনা দেখছেন না সেবাদাতারা।
 
এ ক্ষেত্রে সব এক রেট করার দাবি জানিয়েছেন আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।
 
এদিকে এসব বিষয়ে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘আমাদের মোবাইল উৎপাদকদের ছোটখাটো সমস্যা আছে। আর আমি অতন্ত গুরুত্ব দিয়ে এই সমস্যাগুলো বিবেচনা করি।’
 
উল্লেখ্য, বর্তমানে দেশে মোবাইল ফোনের বাজার প্রায় ১৫ হাজার কোটি টাকার।