• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে প্রাণ হারালেন সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাবেক শিক্ষার্থী মো. শাহরিয়ার শুভ (২৪)। শুভ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগের ২০১৬-১৭ বর্ষের ২৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। 

বুধবার (২২ জুন) রাত সাড়ে ৮টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দুইতলার সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে যান শুভ।

গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শুভর বন্ধু মো. রাকিব হোসেন জানান, “আমার ছোট বোন মোছা. তানজিলা আক্তার বাতজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি রয়েছে। আমরা দুই বন্ধু বোনকে রক্ত দেওয়ার জন্য সাভার থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে আসি। রক্ত দেওয়া শেষে হাসপাতালের দুইতালা সিঁড়ির পাশে বসেছিল শুভ। ওকে সিঁড়িতে বসা দেখে বোনের কাছে যাই। পরে এসে শুনতে পাই, সে দোতলা থেকে মাথা ঘুরে নিচে পড়ে গেছে।”

“এরপর রক্তাক্ত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে দ্রুত শুভকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাই। কিন্তু সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত শুভর গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায়। তবে সাভার থানাধীন করনোপাড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন শুভ। সে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ থেকে ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।  দুই ভাইয়ের মধ্যে শুভ বড়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।