• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্ষয়-সুনীল-পরেশকে নিয়েই ফিরছে ‘হেরা ফেরি’

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ জুন ২০২২  

বলিউডের সুপারহিট সিনেমা‘হেরা ফেরি’। ২০০০ সালে মুক্তির পর চরম জনপ্রিয়তা পায় এ সিনেমাটি। আর তাই পরবর্তীতে এসেছে এর সিক্যুয়েল। এবার বড় পর্দায় ‘হেরা ফেরি থ্রি’এর জন্য অপেক্ষার প্রহর গুনছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়ালের ভক্তরা।

বহুদিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন উড়ছে হেরা ফেরির সিক্যুয়েল হেরাফেরি থ্রি আসছে খুব শীঘ্রই। তবে এতে কারা অভিনয় করবেন, তা নিয়ে চলছিল নানা জল্পনা-কল্পনা। কখনও শোনা যাচ্ছিল হেরাফেরি ৩ তে থাকবে সব নতুন অভিনেতারা।

তবে সম্প্রতি এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে ছবির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা জানিয়ে দিলেন, খুব শীঘ্রই আসছে ‘হেরাফেরি থ্রি’। আর এই ছবিতে থাকবেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেট্টি।

সাজিদের ভাষায়, ‘পুরনো গল্পের স্বাদ রেখেই নতুন গল্প তৈরি হবে। সেই কমেডি তো থাকছেই। তবে সময়টা যেহেতু বদলেছে, তাই ছবিটাকে এখনকার দর্শকদের মতো করে তৈরি করা হবে। আর প্রথম দুই ছবির তারকারাই থাকছেন তাতে। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল এবং সুনীল শেঠিকে নিয়েই তৈরি হচ্ছে এই ছবি।’

প্রযোজক আরও জানালেন, তাড়াতাড়িই শুরু হবে ‘হেরাফেরি থ্রি’র শুটিং। এই ছবিটি পরিচালনা করবেন ইন্দ্র কুমার। এ বছরের শেষের দিকেই শুরু হবে এই ছবির শুটিং। সম্ভবত আগামী বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেতে পারে এই ছবি।

বলিউডের কমেডি সিনেমার মধ্যে অন্যতম ‘হেরাফেরি’। এটি মুক্তি পেয়েছিল ২০০০ সালে। এই সিনেমার সাফল্যের পর ২০০৬ সালে মুক্তি পায় ‘হেরাফেরি টু’।ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল দুটি ছবিই। অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় মন কেড়ে নিয়েছিল সব সিনেমাপ্রেমীদের।