• সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৯ ১৪৩০

  • || ২০ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন বঙ্গবন্ধু টানেলে ৩০ দিনে টোল আদায় ৪ কোটি টাকা ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সমর্থন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মানুষের গতিশীলতায় জলবায়ুর প্রভাব: ৫ পরামর্শ প্রধানমন্ত্রীর মোহাম্মদ হানিফ তাঁর কর্মের মাধ্যমে জনগণের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন : রাষ্ট্রপতি দেশপ্রেমিক নেতা হিসেবে মোহাম্মদ হানিফ মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন আজীবন : প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে হবে

বায়োগ্রাফি বানাবেন, নিজের চরিত্রে কাকে নিবেন জানালেন করণ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২২  

একাধারে পরিচালক, আবার প্রযোজক। অন্য দিকে তিনি ‘কফি উইথ করণ’-এর জনপ্রিয় সঞ্চালক। সব মিলিয়ে দীর্ঘ পথ হেঁটে নিজের জীবন বেশ আকর্ষণীয় এবং ঘটনাবহুল বলেই মনে করেন করণ জোহর। যদি তার জীবননির্ভর একটি ছবি হয়, মন্দ কী! এখন না হোক, কয়েক বছর পর, ভেবেই রেখেছেন করণ। নিজেরই পরিচালনায় ছবিটি বানালেও নায়ক হতে চান না তিনি। বরং ভেবে রেখেছেন রণবীর সিংহকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফাঁস করলেন সে কথা।

এত অভিনেতা থাকতে রণবীর কেন? জিজ্ঞাসা করতেই করণ বললেন, “গিরগিটির মতো রং বদলায় রণবীর। যে কোনও চরিত্র ওর পক্ষে জীবন্ত করে তোলা কোনও ব্যাপার নয়। আমার জায়গায় ও-ই ভাল মানাবে।” করণ এর পর নিজের জীবনেরও কিছু আকর্ষণীয় দিক তুলে ধরতে চান। ছবিতে কী কী থাকবে সে প্রসঙ্গে বলেন, “আমার ছোটবেলাটা দারুণ কেটেছে। বাবা-মা এত ভাল ভাবে বড় করেছেন আমায়, যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আনন্দের সঙ্গে শিখতে পেরেছি।”

যদিও স্বভাবে আর পাঁচ জন বাচ্চার থেকে আলাদা ছিলেন করণ। সে কথাও নিজমুখেই জানান। বললেন, “ব্যাতিক্রমী শিশু ছিলাম। এমন কিছু অনুভূতি ছিল, যা শুধুই আমার। সেগুলোর জন্য মাশুল দিতে হয়েছে বইকি! যদিও উৎসাহের অন্ত ছিল না আমার। যখন ফিরে দেখি, নিজের জীবনটা চমকপ্রদ লাগে। কত কী-ই যে শিখেছি ছোটবেলায়!”

এর আগে ‘তখত’(২০২০) ছবিতে রণবীরকে এক চরিত্রে রেখেছিলেন করণ। ‘কুছ কুছ হোতা হ্যায়’ (১৯৯৮) ছবি দিয়ে পরিচালনায় আত্মপ্রকাশ করা করণের কর্মজীবনের অর্ধেক যদিও কেটে গিয়েছে প্রযোজনার কাজে। এ বার ফের পরিচালনায় ফিরতে চান তিনি। সর্বশেষ পরিচালনা করেছেন ২০১৬ সালে, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। আগামী বছর মুক্তি পেতে চলেছে করণের পরিচালনায় সপ্তম ছবি, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। যেখানে রণবীর সিংহও রয়েছেন এক চরিত্রে।