• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

যেসব সিনেমা দেখা যাবে আজ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩  

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের পর্দা উঠেছে শনিবার। এদিন বিকালে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে উৎসবের উদ্যোক্তা রেইনবো চলচ্চিত্র সংসদ। শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনের অনুষ্ঠানিকতা, যা চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।

এ আয়োজনে বেশ কয়েকটি ক্যাটাগরিতে ৭১টি দেশের ২৫২টি চলচ্চিত্র থাকছে। এরমধ্যে পূর্ণদৈর্ঘ্য সিনেমা আছে ১২৯টি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আছে ১২৩টি, যার মধ্যে বাংলাদেশের সিনেমা ৮১টি।

বরাবরের মত এবারের উৎসবে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউট, বাংলাদেশ প্যানারোমো, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বিভাগে প্রতিযোগিতা করবে অংশগ্রহণকারী চলচ্চিত্রগুলো।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে ২২ জানুয়ারি।

আজ যেসব চলচ্চিত্র দেখা যাবে এবং কোথায় কোন সিনেমা দেখানো হবে তা দেখে নিন এক নজরে-

জাতীয় জাদুঘর (প্রধান মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে মম, আ’ম অ্যালাইভ, কাজাখস্তান। বেলা ১টায় দ্য অ্যাপল ডে, ইরান। বেলা ৩টায় কারমালিংক, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র। বিকেল ৫টায় হাওয়া, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় মাদারলেস, ইরান।

জাতীয় জাদুঘর (সুফিয়া কামাল মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে দ্য লাস্ট স্নো, ইরান। বেলা ১টায় ঢেউ, বাংলাদেশ। বেলা ৩টায় ফরবিডেন ওম্যানহুড, ইরান। বিকেল ৫টায় এবং চাঁদ, ভারত। সন্ধ্যা ৭টায় সিলভেস্টার ইন লাভ, ইতালি।

শিল্পকলা একাডেমি (জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে সৌদি বেল্লাকা, ভারত। বেলা ১টায় দ্য হান্টারেস, চিলি। বেলা ৩টায় দ্য অপোজিশন, ইরান। বিকেল ৫টায় দ্য ডোর, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় ধূসরযাত্রা, বাংলাদেশ।

শিল্পকলা একাডেমি (সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন)
সকাল ১০টা ৩০ মিনিটে বালিত, ইরান। বেলা ১টায় জাজড বডিজ, আর্জেন্টিনা। বেলা ৩টায় লাইক ফাদার, লাইক সন, রাশিয়া। বিকেল ৫টায় বিফোর রেইন, বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় আদার রে: আর্ট অব সত্যজিৎ রায়, ভারত।

শিল্পকলার জাতীয় আর্ট গ্যালারি মিলনায়তন (ষষ্ঠ তলা)
সকাল ১০টা ৩০ মিনিটে কিকো অ্যান্ড দ্য অ্যানিমেলস, ফ্রান্স ও সুইজারল্যান্ড। বেলা ১টায় উই শ্যাল মিট ইয়েট অ্যাগেইন, ভারত। বেলা ৩টায় দ্য উইন্ড দ্যাট শেকস দ্য সুগার ক্যানস, ইরান। বিকেল ৫টায় জন্ম নিল বাংলাদেশ, ভারত। সন্ধ্যা ৭টায় ডিয়ার ফ্রেন্ড, ভারত।