• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তির আগেই হইচই ফেলে দিয়েছে ‘দাহাড়’

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

চলতি বছরে মুক্তি পেতে চলেছে সোনাক্ষী সিনহা অভিনীত ওয়েব সিরিজ ‘দাহাড়’। এর মাধ্যমেই ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি। নেটদুনিয়ায় সিরিজটি মুক্তির আগেই সমালোচক মহলে বেশ আলোড়ন তুলেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনের বলা হয়, ওয়েব সিরিজটি মুক্তির আগেই চলতি বছরে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত বার্লিনের এ প্রতিযোগিতায় সেরা সিরিজে অংশগ্রহণ করতে চলেছে এটি।

ছবির প্রযোজক জোয়া আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমে তিনিই প্রথম জানান, ‘দাহাড়’ প্রথম ভারতীয় ওয়েব সিরিজ, যার প্রিমিয়ার হতে চলেছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। বার্লিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আট এপিসোডের এই সিরিজের প্রথম দুই এপিসোড প্রদর্শন হবে এ প্রতিযোগিতায়।

‘এক্সেল এন্টারটেইনমেন্ট’ ও ‘টাইগার বেবি’ প্রযোজিত এ ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা ও বিজয় বর্মা। অন্য গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে গুলশন দেভাইয়া ও সোহম শাহকে।

সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছে ‘তালাশ’ খ্যাত পরিচালক রীমা কাগতী ও রুচিকা ওবেরয়। যৌথভাবে প্রযোজনার দায়িত্বে ছিলেন জোয়া আখতার ও রীতেশ সিধওয়ানি।

ওয়েব সিরিজটির কাহিনিতে দেখা যাবে, রাজস্থানের এক মফস্বলে একের পর এক নারীর রহস্যমৃত্যু হয়। আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় পরিকল্পিত সিরিয়াল কিলিং?

রহস্যের কিনারা করতে এগিয়ে আসেন সাব ইন্সপেক্টর অঞ্জলি ভাটি। এই অঞ্জলির চরিত্রেই ওয়েব সিরিজে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা। ওটিটির দুনিয়ায় এটিই  সিনহা কন্যার প্রথম সিরিজ। প্রাইম ভিডিওতে চলতি বছরে মুক্তি পাওয়ার কথা রয়েছে ওয়েব সিরিজটির।

বার্লিনের এ প্রতিযোগিতায় ‘দাহাড়’ সহ সর্বমোট সাতটি সিরিজ অংশ নিতে চলেছে। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আগামী ২২ ফেব্রুয়ারি।