• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে এপ্রিলে

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

প্রথম পর্বের মুক্তির কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় ছবির ঘোষণা। আসছে ‘পোন্নিয়িন সেলভান ২’। মঙ্গলবার লাইকা প্রোডাকশনস এবং মাদ্রাজ টকি প্রকাশ্যে এনেছে নতুন ছবির পোস্টার। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর মতোই মেগা হিট হবে কি এই ছবি? এখন থেকেই শুরু জল্পনা।

গত বছর বক্স অফিসে ঝড় তুলেছিল মণি রত্নমের ‘পোন্নিয়িন সেলভান ১’। বক্স অফিসে তুলে নিয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। তামিলের সবচেয়ে বড় মাল্টিস্টারার সেটি। ‘পোন্নিয়িন সেলভান ১’-এর নির্মাণও ছিল জাঁকজমকপূর্ণ। সেপ্টেম্বরের ৩০ তারিখ মুক্তি পেয়েছিল ঐশ্বরিয়া রাই অভিনীত সেই ছবি। তার পরই বাড়ছিল অপেক্ষা। যদিও প্রথম ছবির সঙ্গেই শুটিং হয়ে গিয়েছিল দ্বিতীয় ছবির, মুক্তির পরিকল্পনা অন্য সময়েই করা ছিল। তা হলো ‘পোন্নিয়িন সেলভান ২’ মুক্তি পাবে চলতি বছরের ২৮ এপ্রিল।

ছবির বিষয়বস্তু প্রথমটিরই মতো, দক্ষিণ ভারতের চোল সাম্রাজ্য। রাজরাজ চোল ছিলেন এই বংশের শক্তিশালী এবং শ্রেষ্ঠ রাজা। তার রাজত্বের কিছু সময়ের ইতিহাসই ধরা দিয়েছে ‘পোন্নিয়িন সেলভান’-এ। দ্বিতীয় পর্বেও থাকছে আগের গল্পেরই রেশ।

এই ছবিতেও রানির ভূমিকায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। সঙ্গে বিক্রম, তৃষা কৃষ্ণন এবং জয়ম রবির মতো দক্ষিণের তারকারা। এখনও পর্যন্ত সবচেয়ে বড় তামিল প্রকল্প ‘পোন্নিয়িন সেলভান’, যার সিক্যুয়েলও রাজকীয় ভাবে মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে।