• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

অল্লুর জন্মদিনে প্রকাশ্যে আসবে `পুষ্পা ২`-এর প্রথম টিজার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৩  

তেলুগু ছবি 'পুষ্পা: দ্য রাইজ', ঝড় তোলে গোটা ভারতের বক্স অফিসে। ছবির অ্যাকশন দৃশ্য, গান, পুষ্পারাজ ওরফে অল্লু অর্জুনের উপস্থিতি, রশ্মিকা মান্দান্না ও সামান্থা, সব মিলিয়ে জমজমাট পরিবেশন থেকে নজর ঘোরাতে পারেননি ভারতবাসী। এমনকী পুষ্পা ঝড় ছড়িয়ে পড়ে ভারতবর্ষের বাইরেও। সেই থেকে দর্শক অপেক্ষায় 'পুষ্পা ২'-এর (Pushpa 2)। এবার এই ছবি প্রসঙ্গে নতুন খবর এল প্রকাশ্যে।

সূত্রের খবর, 'পুষ্পা' নির্মাতারা ধারাবাহিকভাবে ছবির শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। ছবির চিত্রনাট্য বদলানো হয়েছে এবং সেই কারণে নতুন ছবির পুরনো ফুটেজ বাতিল করে দেওয়া হয়েছে। এবার নতুন চিত্রনাট্যেই শ্যুটিং সারছেন অল্লু অর্জুন ও রশ্মিকা মান্দান্না।

এক সংবাদ সংস্থা সূত্রে খবর, একটি অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলছে বেঙ্গালুরুতে যেখানে শীঘ্রই মালয়লম অভিনেতা ফাহাদ ফসিল যোগ দেবেন। প্রথম ছবির পর নতুন ছবি নিয়ে প্রচণ্ড উৎসাহী অনুরাগীরা। ফলে এই ছবির নির্মাতারা দর্শকের অপেক্ষা যাতে সার্থক হয় সেই নিয়ে চেষ্টা চালাচ্ছেন।

প্রসঙ্গত, জানা যাচ্ছে ৩ মিনিটের একটি অ্যাকশন-প্যাকড টিজার প্রকাশ্যে আসবে অল্লু অর্জুনের জন্মদিনে। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, চিত্র পরিচালক সুকুমার ইতিমধ্যেই টিজারের ফাইনাল কাট অনুমোদন করে দিয়েছেন এবং চেন্নাইয়ে এখন ব্যাকগ্রাউন্স স্কোর যোগ করা হচ্ছে। দায়িত্বে অবশ্যই সঙ্গীত পরিচালক দেবী শ্রী প্রসাদ।

এই ছবিতেও শ্রীভল্লির ভূমিকায় ফিরবেন রশ্মিকা মান্দান্না। শোনা যাচ্ছে এই ছবিতে দেখা যাবে সাই পল্লবীকেও। তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। আপাতত দর্শক অপেক্ষায় ৮ এপ্রিলের, অল্লু অর্জুনের জন্মদিনের।