• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

এক জায়গায় ৩২ দেশের পতাকা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২  

বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের জন্য সমর্থন ও উচ্ছ্বাস জানাতে জামালপুরে এক জায়গায় ৩২ দেশের পতাকা টানানো হয়েছে। সোমবার দুপুরে সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর রেলওয়ে ক্রসিংয়ে গিয়ে এ দৃশ্য দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানায়, বিশ্বকাপ আসলেই তাদের পূর্বসূরীরা বিশ্বকাপে অংশ নেয়া প্রত্যেক দেশকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করতেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। বাপ-চাচাদের মতো তারাও এবার কাতার বিশ্বকাপে অংশ নেয়া ৩২টি দেশকে সম্মান জানিয়ে পতাকা উত্তোলন করেছেন।

ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই সমর্থক জানান, ফুটবলের এ উন্মাদনাকে জাগ্রত করার জন্য এখানে প্রত্যেক দলের পতাকা উত্তোলন করা হয়ে থাকে। যদিও তারা ভিন্ন ভিন্ন দলের সমর্থক তথাপি তাদের মধ্যে রয়েছে ভ্রাতৃত্ববোধ। দিনশেষে যে দলই জিতুক না কেন তারা সেটাকে মেনে নিতে প্রস্তুত।

আরো কয়েকজন সমর্থক জানান, ছোটবেলা থেকেই তারা এ আয়োজন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা রাখেন ভবিষ্যৎ প্রজন্ম রেলক্রসিংয়ে এ ঐতিহ্য বজায় রাখবে। খেলা নিয়ে এখানে তাদের মাঝে কোনো দ্বন্দ্ব ও বিতর্ক নেই।

এছাড়া প্রজেক্টরের মাধ্যমে তারা খেলা দেখার আয়োজন করেছেন। এখানে যারা খেলা দেখেন, তারা খুব আনন্দ পান। তবে কে আর্জেন্টিনা কে ব্রাজিল সেটা নিয়ে কোনো দ্বন্দ্ব বা বিতর্ক নেই। সবাই নিজ পছন্দের দলকে এ বিশ্বকাপে ফেভারিট বলে এগিয়ে রাখছেন।