• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

ফোনে নারী কণ্ঠ, প্রেমিকের বাড়ি জ্বালিয়ে দিলেন নারী

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

প্রেমিককে ফোন করেছেন কিন্তু তা রিসিভ করেছেন অন্য নারী। এই নিয়ে ক্ষোভে প্রেমিকা আগুন জ্বালিয়ে দিয়েছেন প্রেমিকের বাড়িতে। ঘটনাটি ঘটেছে টেক্সাস রাজ্যে। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

টেক্সাসের বেক্সার কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, টেক্সাসের এক নারীকে তার প্রেমিকের বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। সেনাইদা মেরি সোতো (২৩) নামের ওই তরুণী তার প্রেমিকার বাড়িতে রাত ২ টার দিকে প্রবেশ করেন। সেখান থেকে বেশ কিছু জিনিস চুরি করেন। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগে সোটোকে গ্রেপ্তার করা হয়। সোতো তার বয়ফ্রেন্ডকে ফোন দেন, এই সময় এক নারী রিসিভ করে। এতে ক্ষিপ্ত হয়ে সোটো তার প্রেমিকার বেডরুমে আগুন ধরিয়ে দেয় এবং পুরো বাড়িটি পুড়ে যায়।

বাড়িটি যখন আগুনে পুড়ছিল তখন তা ভিডিও করা হচ্ছিল। এতে দেখা যাচ্ছে সোটো বাড়িতে আগুন লাগাচ্ছে। বাড়িটি আগুনে পুড়ে ৫০ হাজার ডলারের ক্ষতি হয়েছে। পরবর্তীতে জানা যায়, যে নারী ফোনের উত্তর দিয়েছিলেন তিনি সোটোর প্রেমিকের আত্মীয়।

প্রতিবেদনে বলা হয়, বাড়িটি যখন পুড়ছিল তখন সোতো তার প্রেমিককে বার্তায় লিখেন, 'আমি আশা করি তোমার বাড়ি ঠিক আছে। এর পরেই গত সোমবার (২১ নভেম্বর) সোতোকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।