• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

১৩ বছরের ছাত্রীকে প্রেমপত্র লিখলেন ৪৭ বছরের শিক্ষক!

আলোকিত ভোলা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

অষ্টম শ্রেণির ছাত্রীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৪৭ বছর বয়সী এক স্কুল শিক্ষক। ১৩ বছরের মেয়েকে প্রেমপত্রও লিখে ফেলেছেন তিনি। কিন্তু এই ঘটনা পরিবারকে জানিয়ে দিয়েছে ওই ছাত্রী। ভারতের উত্তরপ্রদেশের কনৌজের এই ঘটনা জানাজানি হওয়ার পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

এদিকে, ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রীর বাবা। শ্লীলতাহানির অভিযোগও দায়ের হয়েছে। তবে অভিযুক্তের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি রাজ্য পুলিশ।

ছাত্রীকে এক পাতার চিঠিতে প্রেম নিবেদন করেছেন ওই শিক্ষক। প্রেমপত্রে ছাত্রীর নামও লিখেছেন তিনি। স্কুলের ছুটি শুরুর আগে যেন তার সঙ্গে দেখা করে ছাত্রী, সেই আকুতিও চিঠিতে তুলে ধরেছেন। লিখেছেন, যদি সত্যিই তাকে ভালোবাসে, তাহলে যেন অবশ্যই তার সঙ্গে দেখা করে ওই ছাত্রী। চিঠি পড়ার পর ছাত্রী যাতে তা ছিঁড়ে ফেলে, সে কথাও উল্লেখ করা হয়েছে।

শিক্ষকের কাছ থেকে চিঠি পাওয়ার বিষয়টি বাবা-মাকে জানায় ওই ছাত্রী। এরপর ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন ছাত্রীর বাবা-মা। এ কাজের জন্য শিক্ষককে ক্ষমা চাইতে বলেন তারা। কিন্তু ক্ষমা চাওয়ার বদলে ওই শিক্ষক তাদের মেয়েকে গায়েব করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেছেন ছাত্রীর বাবা-মা।

পরে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় গিয়ে নালিশ করেছে ছাত্রীর পরিবার। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়েছে।

কনৌজের পুলিশ সুপার কানওয়ার অনুপম সিংহ বলেছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা কৌস্তভ সিংহ বলেন, ‘এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’