• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

জন্মনিরোধক জড়ানো কলা যুবকের পেটে!

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

জন্মনিরোধক জড়ানো কলা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। এমন দৃশ্য দেখে হতবাক হাসপাতালের চিকিৎসকরা। সম্প্রতি ‘কিউরাস’ মেডিকেল জার্নালে এমন খবর প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ৩৪ বছর বয়সী ওই যুবক পেটে অসহ্য ব্যথা, বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি জানিয়েছিলেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খাবার ও পানীয় খেলেই তার পাকস্থলীতে তীব্র যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসকরা সিটিস্ক্যান করার পর জানতে পারেন, ওই যুবকের ক্ষুদ্রান্তে আটকে আছে জন্মনিরোধক জড়ানো একটি কলা।


চিকিৎসকরা জানান, ওই রোগী মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি তার শরীরে হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হয়েছিল। এই দুই সমস্যার কারণেই ওই যুবক এ কাজ করে বসেন।

চিকিৎসকরা আরও জানান, এমন পরিস্থিতি দেখে তারা সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর সেই ফলের ছবিও প্রকাশ করেন তারা। তিন দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

রোগীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। তবে যুবকের খেতে ও মলত্যাগ করতে এখনও সমস্যা হচ্ছে। চিকিৎসকরা জানান, পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে রোগীর অন্তত ছয়মাস সময় লাগবে।