• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৪ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে

সন্তান জন্ম দিয়ে পুরস্কার পেলেন এই যুবক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

বিয়ে, সংসার মানেই প্রচুর টাকা খরচ। কিন্তু এমন কি শুনেছেন; এরজন্য টাকা খরচ নয়, বরং লক্ষাধিক টাকা পুরস্কার পাবেন আপনি। মুম্বাইয়ের যুবক মিথিলেশের জীবনে এমনটাই ঘটেছে। ২০২১ সালের মার্চে রাশিয়ায় গিয়েছিলেন মিথিলেশ। প্রিয়াংশু নামে এক ব্যক্তি তাকে সেসময় বেলারুশ যাওয়ার পরামর্শ দেন।

সেই পরামর্শ শুনে বেলারুশে যান মিথিলেশ। সেখানে গিয়ে জীবনে মোড় পুরোই বদলে যায় তার। একদিন বেলারুশে এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন মিথিলেশ। সেখানেই দেখা লিসার সঙ্গে।

দুটি মনের মিলে যে ভাষাগত পার্থক্য যে কোনো সমস্যাই নয়, তাই আবার প্রমাণ হলো মিথিলেশের জীবনে। একে অন্যের কোনও কথাই বোঝার উপায় ছিল না তাদের। দোভাষীর মাধ্যমে কথা বলছিলেন দু’জন। ক্রমে আলাপ গাঢ় হয়। বার বার দেখা করতে থাকেন দু’জন। তারপর লিসাকে বিয়ের প্রস্তাব দেন মিথিলেশ। লিসা রাজিও হয়ে যান।

গত বছর ২৫ মার্চ দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে হয় লিসা আর মিথিলেশের। মাত্র ২ মাস আগে সন্তান জন্ম দেন লিসা। এরপরই বেলারুশ সরকার এককালীন লক্ষাধিক টাকা দিয়েছে মিথিলেশকে।

শুধু তাই নয়, আগামী তিন বছর, প্রতিমাসে মিথিলেশের অ্যাকাউন্টে ১৮ হাজার টাকা দেবে সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের বরাতে জানা যায়, মিথিলেশ জানিয়েছেন, সন্তান পালনের জন্য এ টাকা দিয়েছে বেলারুশ সরকার।

তবে শর্ত রয়েছে। মিথিলেশকে থাকতে হবে বেলারুশেই। শুধু মিথিলেশই নয়, যে কেউই বেলারুশ সরকারের এ পুরস্কার নিতে পারে। কেন জানেন?

২০১৫ সাল থেকে বেলারুশে একটি নিয়ম চালু হয়েছে। আর তাহলো সন্তান জন্ম দিলে দেশটির সরকার সে দম্পতিকে লক্ষাধিক টাকা পুরস্কার দেবে।

দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্যই এই পদক্ষেপ নিয়েছে বেলারুশ সরকার। সন্তান জন্মদানের পর তার প্রতিপালনের জন্য এ অর্থ পুরস্কার পায় দম্পতিরা।

অনেক পরিবার সামর্থ্য না থাকায় একের বেশি সন্তান নিতে চান না। তাদের উৎসাহ দিতেই এই অনুদান দিচ্ছে বেলারুশ সরকার। তাই এ সুযোগ নিতে চাইলে আপনিও পাড়ি জমাতে পারেন সদূর বেলারুশে।