• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রেম করে বিয়ে, বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন যুবক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৩ মে ২০২৩  

ফরিদপুরের বোয়ালমারিতে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর এক মণ দুধ দিয়ে গোসল করেছেন সিরাজ শেখ (৩৮) নামে এক যুবক। দুধ দিয়ে গোসল সেরে তিনি সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখির গ্রামে এ ঘটনা ঘটে। সিরাজ শেখ বাইখির গ্রামের মজিবর শেখের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা মেকানিক।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৩ বছর আগে একই গ্রামের এক নারীর (৩১) সঙ্গে প্রেম করে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিরাজ শেখ। তাদের সংসারে ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে দুজনের মধ্যে বনিবনা হচ্ছিল না। বছর দুই আগে স্বামীর অমতে স্ত্রী স্থানীয় একটি ফিজিওথেরাপি ক্লিনিকে চাকরি নেন। তবে স্ত্রী চাকরি করুক চাচ্ছিলেন না সিরাজ। এ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন স্বামী-স্ত্রী। একপর্যায়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান স্ত্রী।

পরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে আদালতে মামলা করেন। দেড় বছর মামলায় লড়ে সম্প্রতি তিন লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ হয়। স্ত্রীকে আদালতের মাধ্যমে তিন লাখ টাকা দিয়ে সন্তানকে নিয়ে বাড়ি চলে আসেন সিরাজ। বিচ্ছেদের পর আইনিভাবে ঝামেলা থেকে মুক্তি পেয়ে এক মণ দুধ দিয়ে গোসল করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন তিনি।

এ বিষয়ে সিরাজ শেখ বলেন, টাকা-পয়সা গেছে তাতে সমস্যা নেই। আমি একটি ঝামেলা থেকে মুক্ত হয়েছি, এতেই আমি খুশি। আমি আজ দুধ দিয়ে গোসল করে নিজেকে মুক্ত করে নিলাম। আমার সামনের দিনগুলোর জন্য দেশবাসীর দোয়া চাই।

তিনি আরও বলেন, দুধ দিয়ে গোসলের চিন্তা আমার ছিল না। আমার সাবেক স্ত্রী ও তার বাবা-চাচারা মামলা শেষ হওয়ায় গতকাল বৃহস্পতিবার (১১ মে) তাদের বাড়িতে খিচুড়ি রান্না করে উৎসব করেছে। এই খবর শুনে আমার মনে হল আমিও তো মামলা শেষ হওয়ায় খুশি হয়েছি। তারা যদি খিচুড়ি রান্না করে উৎসব করতে পারে আমি দুধ দিয়ে গোসল করে পবিত্র হতে পারব না? এই ভাবনা থেকেই এক মণ দুধ দিয়ে গোসল করে পবিত্র হয়েছি।

চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের ছোটখাটো ঝামেলাও হয়েছে। পরে এ নিয়ে আদালতে মামলা করেন স্ত্রী। পরে ওই মামলা থেকে মুক্তি পেয়ে শুক্রবার বিকেলে এক মণ দুধ কিনে সেই দুধ দিয়ে গোসল করেন সিরাজ।

তিনি বলেন, এ ব্যাপারে অনেকেই আমাকে ফোন দিচ্ছেন। বিষয়টি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।