• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

এআই কারসাজিতে খ্যাতিমানদের নকল ভিডিও’র ছড়াছড়ি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩  

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সেলিব্রেটি থেকে শুরু করে বিশ্বের খ্যাতিমান সব রাজনীতিবিদ এমনকি রাষ্ট্রপ্রধানদের নকল ভিডিও ছড়িয়ে পড়ছে অনলাইনে। বাদ পড়ছে না সাধারণ মানুষও। বাস্তবের খুব কাছাকাছি এসব ভিডিও দেখে আসল-নকল শনাক্ত রীতিমত কঠিন। তবে গবেষকরা এরইমধ্যে একই এআই ব্যবহার করে নকল ভিডিও শনাক্তের পন্থা বের করেছে। যার একটি হলো কনটেন্টের বৈধতার সাইন।

হলিউড তারকা টম ক্রুজ, ইউক্রেনের প্রেডিডেন্ট জেলোনস্কি কিংবা সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা- ভিডিও’র এসব মানুষরা ঠিক বাস্তবের মতো দেখতে মনে হলেও আসলে এরা সবাই নকল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এসব ভিডিও।

শুধু সেলিব্রেটি বা রাজনৈতিক ব্যক্তিত্বই নয়, সাধারণ মানুষের মুখছবি ব্যবহার করেও তৈরি হচ্ছে নানা ভিডিও। ইউটিউব থেকে শুরু করে ফেইসবুক, টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত ভাইরাল এসব ভিডিও। যদিও এর কোনোটাই সত্য নয়।
এসব ছবি বা ভিডিও’র আসল- নকলের পার্থক্য করাও কঠিন। গবেষকরা বলছেন, এআইয়ের এসব ভিডিও সমাজে প্রতিশোধ পরায়নতা বাড়াছে। ভবিষতে এটি বড় অপরাধে পরিণত হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

এ অবস্থায় নকল ছবি বা ভিডিও শনাক্তে উদ্যোগী গবেষকরা। আর এ ক্ষেত্রে এআইয়েরই শরণাপন্ন হয়েছেন তারা। এআইয়ের মাধ্যমে নকল ছবি শনাক্তে মাইক্রোসফট ও অ্যাডোভ যৌথভাবে তৈরি করছে কনটেন্ট ক্রেডেনশিয়াল সাইন।

এতে যেকোনো ছবি বা ভিডিও’র এক কোনায় কনটেন্ট ক্রেডেনশিয়াল সাইন যুক্ত থাকবে। যাতে ক্লিক করলে দেখা যাবে আসল ছবিটি। থাকবে- কে, কোথায়, কবে ছবিটি তুলেছেন তার বিস্তারিত তথ্য। দুই ছবির তুলনাও করতে পারবেন ব্যবহারকারীরা।

আর যদি ভিডিওটি তৈরি সংক্রান্ত তথ্য না থাকে- তাও কনটেন্ট ক্রেডেনশিয়াল সাইনে দেখা যাবে।

এরইমধ্যে বিবিসি, নিউইয়র্ক টাইমস, ওয়ালস্ট্রিট জার্নাল, ক্যানন, নিক্কন, টুইটারসহ বিশ্বের ২শ’র বেশি সংবাদ মাধ্যম ও প্রতিষ্ঠান এ প্রযুক্তি ব্যবহারে উদ্যোগ নিচ্ছে।

আশা করা হচ্ছে, আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বের প্রায় সব ওয়েবসাইটে ছবি ও ভিডিও’র পাশে কনটেন্ট ক্রেডেনশিয়াল সাইন দেখা যাবে।