• বুধবার ০৬ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২১ ১৪৩০

  • || ২২ জমাদিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
আগামীকাল টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস আজ আজ স্বৈরাচার পতন দিবস সরকার গণতন্ত্রের ভিত্তি শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপমহাদেশে গণতন্ত্রের ইতিহাসে সোহরাওয়ার্দী এক উজ্জ্বল নক্ষত্র: রাষ্ট্রপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবন ও আদর্শ সবসময় সাহস জোগায়: প্রধানমন্ত্রী অবসরের তিন বছরের মধ্যে সরকারি কর্মকর্তারা নির্বাচন করতে পারবে না বস্ত্র খাতের রপ্তানি বাজার সম্প্রসারণে সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে : রাষ্ট্রপতি বাংলাদেশের অর্থনীতিতে বস্ত্রখাতের অবদান অপরিসীম : প্রধানমন্ত্রী শেখ ফজলুল হক মনির ৮৫তম জন্মদিন আজ প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী ভূমিকম্পে কেঁপে উঠল দেশের বিভিন্ন স্থান আইএমও’র কাউন্সিল সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ পার্বত্য শান্তি চুক্তি বিশ্বে একটি অনুসরণীয় দৃষ্টান্ত: রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বিশ্ব ইতিহাসে বিরল ঘটনা তরুণদের মুখোমুখি সজীব ওয়াজেদ জয় বিখ্যাত মার্কিন সাপ্তাহিক নিউজ ম্যাগাজিন নিউজউইকে শেখ হাসিনার নিবন্ধ ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর লক্ষ্য সুন্দর নির্বাচন

নারীর মস্তিষ্কে পাওয়া যায় জীবিত কৃমি

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৩  

অস্ট্রেলিয়ায় একজন নারীর মস্তিষ্ক থেকে জীবিত কৃমি পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। কৃমিটি ৮ সেন্টিমিটার লম্বা ছিল। কোনো মানুষের মস্তিষ্ক থেকে কৃমি পাওয়ার ঘটনা এটিই প্রথম। খবর বিবিসি।

অস্ট্রেলিয়ার ক্যানবেরায় গত বছর ইংল্যান্ডে জন্মগ্রহণকারী ওই রোগীর অস্ত্রোপচোরের সময় ক্ষতিগ্রস্ত ফ্রন্টাল লোব থেকে তারের মতো এই জিনিসটি বের করা হয়। লাল রঙের এই পরজীবী সেখানে দুই মাস ধরে থাকতে পারে বলে ধারণা করেন বিজ্ঞানীরা।

এ ঘটনা প্রাণী থেকে মানুষের মধ্যে এ ধরনের রোগ সংক্রমণের বিপদের বার্তা দিচ্ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

ক্যানবেরা হাসপাতালের সংক্রামক রোগের ডা. সঞ্জয় সেনানায়েকে বলেন, অস্ত্রপচারাকালে ৮ সেন্টিমিটার লম্বা জীবন্ত লাল কৃমি বের করা হয়, তখন সার্জনসহ অপারেশন থিয়েটারে থাকা সবাই অবাক হয়ে গিয়েছিলেন। এটি একটি নতুন সংক্রমণ, যা এর আগে মানুষের মধ্যে পাওয়া যায়নি।

অবিষাক্ত অজগর সাপের মতো ওফিডাসকারিস রবার্টসি নামের এই কেঁচোকৃমিও অস্ট্রেলিয়ার বেশিরভাগ অংশে পাওয়া যায়।

বিজ্ঞানীদের ধারণা, ওই নারী তার বসবাসের কাছাকাছি একটি হ্রদের পাশে এক ধরনের দেশীয় ঘাস ওয়ারিগাল সংগ্রহ করার পর ওই কৃমিটি তাকে ধরেছিল।

সম্প্রতি ইমার্জিং ইনফেকশাস ডিজিজেস জার্নালে এ বিষয়ে লিখেছেন মেহরাব হোসেন। তিনি অস্ট্রেলিয়ার একজন পরজীবীবিদ্যা বিশেষজ্ঞ। তিনি সন্দেহ করছেন, ওই ঘাস অজগরের মল এবং পরজীবীর ডিম দ্বারা দূষিত ছিল। যা রান্না করার সময় তিনি (রোগী) আক্রান্ত হয়েছিলেন।

এরপর থেকে ওই নারী ব্যথা, কাশি, রাতের ঘাম এবং ডায়রিয়া দেখা দেয়। এটি তার ভুলে যাওয়া এবং বিষণ্নতাকে বাড়িয়ে দেয়। যা অস্বাভাবিক লক্ষণ বলে অভিহিত করেছেন চিকিৎকরা।

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারির শেষে দিকে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নারী। পরে পরীক্ষায় তার মস্তিষ্কের ডান ফ্রন্টাল লোবের মধ্যে একটি অস্বাভাবিক ক্ষত ধরা পরে। কিন্তু ২০২২ সালে অস্ত্রপচারকালে সেখান থেকে এই কৃমি বের করেন সার্জন। চিকিৎসা ক্ষেত্রে ইতিহাস সৃষ্টিকারী এই নারী এখন সুস্থ আছেন।