• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

করোনায় বাড়ছে কিডনি, লিভার ও হৃদরোগীর সংখ্যা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২২  

করোনার উপসর্গ মৃদু হলেও এর দীর্ঘমেয়াদি প্রভাব হতে পারে ভয়ংকর। এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, করোনাকালীন সময়ে কিডনি, লিভার ও হৃদরোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

সম্প্রতি গবেষণায় দেখা গেছে করোনা রোগে আক্রান্ত রোগীরা ভাগ্যক্রমে করোনাকে জয় করতে পারলেও জয় করতে পারছে না এর দীর্ঘমেয়াদি লক্ষণগুলোকে।

চিকিৎসকরা বলছে, করোনা ভাইরাসটি আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলোর মধ্যে প্রভাব বিস্তার করতে সক্ষম। তাই এই রোগের পরিধি অনেক বিস্তৃত। গবেষকদের ধারাবাহিক গবেষণায় আমরা প্রতিনিয়ত জানতে পারছি এই ভাইরাসটি সম্পর্কে নতুন নতুন তথ্য।

বিশেষজ্ঞদের মতে করোনা আক্রান্ত রোগীদের মধ্যে বেশির ভাগ রোগীই অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এর মধ্যে পিঠ, ঘাড়, কোমড় সহ শরীরের বিভিন্ন পেশীর মধ্যে অহনীয় ব্যথা রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সমীক্ষায় দেখা যায় যেসব ব্যক্তি করোনাকে জয় করতে পেরেছে তারা পরবর্তীতে বিভিন্ন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বে এই সংখ্যার ৭৫ ভাগই উন্নয়নশীল দেশের জনগণ।

হৃদরোগজনিত বিভিন্ন রোগের মধ্যে হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের সংখ্যাই বেশি। হৃদরোগজনিত রোগ ছাড়াও কিডনি ও লিভারজনিত সমস্যায়ও অনেক রোগী প্রাণ হারাচ্ছে।

এমন পরিস্থিতিতে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়য়ের এক গবেষণায় উঠে এসেছে  করোনা আক্রান্ত রোগীদের শরীর ভীষণভাবে দুর্বল থাকে। এই দুর্বল শরীর নিয়ে যখন এরা হাসপাতালে ভর্তি হন তখন তাদের অন্যান্য সমস্যার সঙ্গে দেখা দেয় হৃদজনিত সমস্যা।

ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এই বিষয়ে বিস্তারিত গবেষণা করলে তারা জানায় করোনা থেকে সেরে ওঠা রোগীর এক মাসের মধ্যে হৃদরোগজনিত সমস্যা দেখা দেয়। পরিস্থিতি আরও খারাপের দিকে মোড় নেয় যখন রোগী আগেই হৃদরোগজনিত রোগে আক্রান্ত থাকে।

তাই করোনা রোগটি থেকে সুস্থ হওয়ার পরও মেনে চলতে হবে কিছু সতর্কতা। বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো যে কোনো সমস্যা দেখা দিলে সময় নষ্ট না করে দ্রুত নিতে হবে চিকিৎসকের পরামর্শ। সেই সঙ্গে আমাদের মধ্যে বাড়াতে হবে এই রোগটি সম্পর্কে সচেতনতা।