• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা যুদ্ধ ও সংঘাতের পথ পরিহার করে ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

নিয়ম না মানলে খাবার স্যালাইনে মারাত্মক বিপদ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩০ জুলাই ২০২২  

ডায়রিয়ায় অপরিহার্য ওআরএস। তবে নিয়ম মেনে না খেলে হতে পারে বিপদের কারণ। পানিশূন্যতায় ওরস্যালাইনের ওপর ভরসা থাকলেও চিকিৎসকরা বলছেন স্যালাইন তৈরি থেকে সেবন সবকিছুতেই মানতে হবে নিয়ম। ওআরএস বা খাবার স্যালাইন। পানিশূন্যতায় এর বিকল্প নেই। বলা হয়ে থাকে গত শতাব্দীর চিকিৎসাশাস্ত্রের এক যুগান্তকরী আবিষ্কার এই খাবার স্যালাইন।

তথ্য বলছে, ষাটের দশকের শেষের দিকে আবিষ্কারের পর এই ওআরএস-এর মাধ্যমেই জীবন বেঁচেছে সাত কোটি মানুষের। ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় পানি ও লবণ কমতে থাকে। সঙ্গে সঙ্গে ঘাটতি দেখা দেয় পটাশিয়ামেরও। সেই ঘাটতি সরাসরি পূরণ করে খাবার স্যালাইন।

তাই তো গত পাঁচ দশকে সবারই জানা ডায়রিয়া বা পানিশূন্যতা মানেই ওআরএস। সময়ের ব্যবধানে এই স্যালাইন নানা নামে বাজারে থাকলেও আস্থায় ওরস্যালাইন।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. রিজওয়ানুল আহসান বিপুল বলেন, ওরস্যালাইন এন নামে যেটা পাওয়া যায়, সেটার উপকারিতা বেশি। তবে নিয়ম মেনে অর্থাৎ আধা লিটার বিশুদ্ধ পানিতে এক প্যাকেটের পুরোটা গুলিয়ে নিতে হবে। খেতে হবে বয়সভেদে নিয়ম করে। আবার একবার গুলিয়ে নিলে ছয় ঘণ্টার বেশি রাখা যাবে না খাবার স্যালাইন। নয়তো হতে পারে হিতে বিপরীত।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. মো. জহিরুল ইসলাম বলেন, শরীরে যে পরিমাণ পানিশূন্যতা হবে, সেই হিসেবেই স্যালাইন খেতে হবে। সময়মতো সঠিক পরিমাণে খাওয়াতে হবে।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের উপপরিচালক ডা. প্রবির কুমার সাহা বলেন, যত অ্যালোপ্যাথিক ওষুধ আছে, প্রতিটি ওষুধের প্যাকেটের ভেতর ব্যবহারবিধি দেয়া আছে। ওই ওষুধ খেলে কী ফলাফল হবে, ডোজ ঠিক না হলে কী ক্ষতি হতে পারে, তার বিস্তারিত তথ্য দেয়া আছে। সে ক্ষেত্রে জেনে-বুঝে স্যালাইন গ্রহণ করতে হবে।