• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

ব্রাজিলে প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে বিক্ষোভ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ জুন ২০২১  

ব্রাজিলে করোনা মোকাবিলায় ব্যর্থ প্রেসিডেন্ট জাইয়া বলসোনারোর অভিশংসন ও কারাবাসের দাবিতে দেশটিতে বিক্ষোভ চলছে। ব্রাজিলের রিও ডি জেনিরো ও সাও পাওলো শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে হাজারো নাগরিকের ঢল নেমেছে। প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক ব্যানার-ফেস্টুন ও কার্টুনে তারা জাইয়া বলসোনারো ও তার পরামর্শক চিকিৎসক নিসে ইয়ামগুচির তীব্র নিন্দা জানাচ্ছেন।

বিক্ষুব্ধ নাগরিকদের অভিযোগ, জাইয়া বলসোনারোর প্রশাসন সংক্রমণ ঠেকাতে চূড়ান্ত ব্যর্থ। লাখো লাখো মানুষের মৃত্যুর পরও টিকাদান কর্মসূচি জোরদার করতে প্রেসিডেন্টের মাথাব্যথা নেই। করোনাভাইরাস মহামারির পর ব্রাজিলে ৫ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যা বিচারে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে ডয়চে ভেলে জানিয়েছে, ব্রাজিলের গড়ে দৈনিক ২ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারাচ্ছেন। দেশটির ১১ শতাংশ নাগরিকের টিকার ডোজ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ২৯ শতাংশ নাগরিক টিকার প্রথম ডোজই কেবল পেয়েছেন।

গত বছর ব্রাজিলে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করলে তার প্রতিবাদে মে মাসে ব্রাজিলে রাজধানী ব্রাসিলিয়ায় করোনা সংক্রমণ ঠেকাতে সরকারের ব্যর্থতা ও নাগরিকদের দ্রুত টিকাদানের দাবিতে রাজধানী ব্রাসিলিয়ার কংগ্রেসের সামনে বিক্ষোভ শুরু করেন ব্রাজিলিয়ানরা। পরে সে বিক্ষোভ ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে।

রিও ডি জেনিরো শহরের প্রেসিদেন্তে ভার্গাস এভিনিউয়ের বিক্ষোভ থেকে স্কুলশিক্ষক পলা কুইরেজ গার্ডিয়ানকে বলেন, ‘করোনাভাইরাস আমাদের বন্ধু, স্বজনসহ কতজনকে কেড়ে নিয়েছে। কিন্তু প্রেসিডেন্ট আমাদের কোনো কথাই কানে তুলছে না। তার মন্ত্রণাদাতা চিকিৎসক নিসে ইয়ামগুচির পরামর্শ অনুযায়ী তিনি আমাদের ক্লোরোকুইন সরবরাহ করে যাচ্ছেন।’ ক্লোরোকুইন ম্যালেরিয়া ম্যালেরিয়ার বহু পুরনো এক ওষুধ।

প্রেসিডেন্টের এই খামখেয়ালি আচরণকে ‘মহা উপদ্রব’ হিসেবে দেখছেন রিও ডি জেনিরোর ৭৫ বছর বয়সী প্রকৌশলী ওসহালদো পিনেরো। তিনি বলেন, তার এসব কর্মকাণ্ড আমাদের জন্য মহা উপদ্রব। বলসোনারোর প্রশাসন গণহত্যাকারী। এত মানুষ মরছে, তাদের কোনো মাথাব্যথাই নেই? আমি এ বয়সেও পথে নেমেছি। আমাকে প্রতিবাদ জানাতেই হবে।’

এদিকে ২০২২ সালের নির্বাচনকে সামনে রেখে তোড়জোড় শুরু করেছেন প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো। গত শনিবার তিনি সাও পাওলোতে সমর্থকদের নিয়ে মোটরসাইকেল র‌্যালি করেছেন। কিছুদিন আগে নির্বাচনী গণসংযোগে গিয়ে মাস্ক না পড়ায় তাকে জরিমানা গুণতে হয়েছে। গত বছর নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি জোর গলায় বলছেন, তিনি টিকা নেবেন না।

বিবিসির খবরে বলা হয়েছে, গত বছর থেকে করোনা সংক্রমণ ঠেকাতে নানা মহল থেকে কঠোর লকডাউনের পরামর্শ এলেও তা অগ্রাহ্য করেছেন জাইয়া বলসোনারো। তিনি বার বার অর্থনীতি চাঙ্গা রাখার দোহাই দিচ্ছেন বলেও নীতিনির্ধারক মহল জানিয়েছে। স্প্যানিশ নিউজ এজেন্সি ইপা ব্রাজিলের জীববিজ্ঞান গবেষণা কেন্দ্র বুতানতান ইনস্টিটিউটকে উদ্ধৃত করে জানিয়েছে, তারা ১০ কোটি করোনাভ্যাক টিকা দেওয়ার প্রস্তাব দিলেও তাতে বলসোনারো প্রশাসন কোনো সায় দেয়নি। এরপর ফাইজারের ১৫ লাখ টিকার প্রস্তাবনাও ফিরিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি, ডয়েচে ভেলে।