• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা

তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, মৃত্যু বেড়ে ৬২

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২২  

ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের জনজীবন। দেশটিতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৬২ জন। এর মধ্যে শুধু নিউইয়র্কের বাফেলো শহরেই মারা গেছেন ২৮ জন। বরফে ঢাকা বাড়িঘরের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বহু এলাকার বাসিন্দারা। তাই প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। 

এছাড়া দেশটির বিভিন্ন শহরের রাস্তায় তুষারে আটকে পড়েছে হাজার হাজার গাড়ি। বাতিল হয়েছে হাজারো ফ্লাইট। খবর বিবিসি।

মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের ৯টি স্টেটে স্থানীয় সময় মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত ৬২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে নিউইয়র্কের বাফেলো শহরে। শহরটির এরিক কাউন্টিতেই মারা গেছে ২৭ জন।

দুইদিন ধরে বরফে ঢাকা পড়া বাড়িঘরে মানুষের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা।

বাফেলো সিটি মেয়র বায়রন ব্রাউন বলেছেন, কিছু মানুষ দুই দিন ধরে বাড়িঘরে বরফে আটকা পড়ে রয়েছেন। তারা জীবনের সবচেয়ে খারাপ সময় পার করছেন।

প্রাণহানি ঘটেছে আরও বেশি কয়েকটি রাজ্যে। এরমধ্যে ওহাইও স্টেটে ৯ জনের মৃত্যু হয়েছে। কেনটাকি ও কানসাস শহরে তিনজন করে মারা গেছেন।

জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, মিনেসোটা স্টেটে মাইনাস ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ডালাস শহরে হিমাঙ্কের ১৩ ডিগ্রি নিচে নেমে গেছে তাপমাত্রা।

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ফ্লাইট বাধাগ্রস্ত হয়েছে চরমভাবে। মঙ্গলবার সকাল পর্যন্ত দেশটিতে ২ হাজার ৯০০টি ফ্লাইট বাতিল হয়েছে।

এদিকে তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের ৭৫ হাজারের বেশি বাসিন্দা বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বাড়িঘরের ওপর কোথাও কোথাও ৯ ইঞ্চি ঘন তুষার জমে গেছে।

তুষারঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ককে জরুরি সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইটার বার্তায় তিনি বলেছেন, বড়দিনের উৎসবের শেষে এসে যারা প্রিয়জন হারিয়েছেন, হৃদয় থেকে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি।