• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

যুক্তরাষ্ট্রে নির্বিচারে গুলি, বন্দুক হামলায় ১০ জন নিহত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩  

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মন্টেরি পার্ক শহরে বন্দুক হামলায় ১০ জন নিহতের ঘটনায় এখনও হামলাকারীকে আটক করতে পারেনি পুলিশ। শনিবারের ঘটনায় সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, অস্ত্রধারী হামলার পরপরই পালিয়ে যায়, তাকে ধরতে অভিযান চলছে।

চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে দুই দিনের উৎসব চলছিল মন্টেরি পার্ক শহরে। উৎসবে অংশ নেন হাজার হাজার মানুষ । স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় আট মাইল পূর্বে মন্টেরি পার্কে এক বন্দুকধারী অতর্কিত গুলি চালালে পরিস্থিতি মুহূর্তেই বদলে যায়।

পুলিশ জানায়, ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের একটি বলরুম ড্যান্স স্টুডিওতে হামলাকারীর গুলিতে ১০ জন নিহত হন, আহত হন আরও অন্তত ১০ জন। এদের কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

সিএনএনের প্রতিবেদক প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানান, 'প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছেন এটি একটি জনপ্রিয় ড্যান্স ক্লাব ছিল। চীনা চন্দ্র নববর্ষের উদযাপন যখন চলছিল, তখন এই গুলির শব্দ পাওয়া যায়।'

লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগ জানায়, তারা একজন পুরুষ সন্দেহভাজন হামলাকারীকে শনাক্ত করেছেন। কিন্তু আটক করা সম্ভব হয়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে ঘটনাস্থলে মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সদস্যরা পৌঁছেছেন।

কী ঘটেছিল মন্টেরি পার্কে?

এমন পরিস্থিতিতে মন্টেরি পার্কের রবিবারের লুনার উৎসবের আয়োজন বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেখানকার পুলিশ প্রধান স্কট ওয়েইস সংবাদ সম্মেলনে জানান, 'অনুষ্ঠান রবিবার পর্যন্ত বাড়ানোর কথা ছিল, কিন্তু তা এখন বাতিল করা হয়েছে।'

এক প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, 'তিন জন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং দরজা বন্ধ করতে বলেন। কারণ, ওই এলাকায় মেশিনগানসহ একজন লোককে দেখা গেছে।'

মন্টেরি পার্কে আনুমানিক ৬০ হাজার মানুষের বসবাস। যার ৬৫ শতাংশই এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান ও ২৭ শতাংশ হিস্পানিক। উল্লেখ্য, গত বছরের মে মাসে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে নির্বিচারে গুলি চালিয়ে ১৯ শিক্ষার্থীসহ ২১ জনকে হত্যা করা হয়। ওই ঘটনার পর দেশটিতে অস্ত্র ব্যবহারের আইন আরও কঠোর করার দাবি ওঠে বিভিন্ন মহলে।