• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী গণতন্ত্রের প্রতি বিএনপির কোনো দায়বদ্ধতা নেই : ওবায়দুল কাদের ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী

মিশরের মধ্যস্থতায় ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধবিরতি

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

গাজা উপত্যকায় ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে টানা পাঁচ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দুইপক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠী পিআইজে'র একজন শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৩ মে) পিআইজে’র নেতা মোহাম্মদ আল হিন্দি আল কাহেরা টেলিভিশনকে বলেন, মিশরের মধ্যস্থতায় স্থানীয় সময় রাত ১০টা থেকে এ চুক্তি কার্যকর হয়েছে।

তিনি বলেন, মিশরের অব্যাহত প্রচেষ্টায় এ চুক্তি হয়েছে। আমরা এ প্রচেষ্টার প্রশংসা করি। তবে চুক্তির বিষয়ে আর বিস্তারিত কিছু জানানি তিনি।
 
তবে চুক্তি কার্যকর হওয়ার কিছুক্ষণ আগেও ইসরাইলি বাহিনী গাজা উপত্যকা লক্ষ্য করে রকেট ছোড়েছে।
 
যুদ্ধবিরতি ঘোষণার বিষয়ে ইসরাইলের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মিশর আগেই জানিয়েছিল, তারা দুপক্ষের মধ্যে একটি চুক্তি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
এদিকে গাজায় গত পাঁচদিনে ইসরাইলি বাহিনীর হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সবশেষ শনিবার (১৩ মে) নতুন করে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন।
 
শনিবার কেন্দ্রীয় গাজা উপত্যকার দেইর আল-বালাহ এলাকার শুহাদা আল-আকসা হাসপাতালে বিমান হামলা চালায় ইসরাইল। হাসপাতালের পরিচালক ইয়াদ আবু জাহের জানান, হামলায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন রোগী ও নার্স আহত হয়েছেন।
 
হাসপাতালে ভর্তি ৫৫ বছর বয়সী নারী মাজিদা আবু রুস বলেন, হামলা শুরু হওয়ার প্রথমদিন আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। মনে করেছিলাম হাসপাতালে নিরাপদ থাকব। এখন দেখি হাসপাতালে নিরাপদ না। মনে হচ্ছে মৃত্যু আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে।
এছাড়াও বহু ঘরবাড়ি, আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়েছে শতাধিক ভবন। ক্ষতিগ্রস্ত হয়েছে পাঁচশোর বেশি।
 
২০২৩ সালের শুরু থেকেই ইসরাইল-ফিলিস্তিনের মধ্যকার সম্পর্কের অবনতি আরও বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে অবরুদ্ধ গাজা ও পশ্চিম তীর - দুই ভূখণ্ডে ১৩৩ জন নিহত হয়েছেন।