• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

চাঁদের বুকে অবতরণ করে ইতিহাস গড়ল ভারত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৩  

চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩–এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারত। ভারতের চন্দ্রাভিযান নিয়ে ৯টি গুরুত্বপূর্ণ তথ্য-

১। চাঁদে পানির সন্ধান পাওয়ার পর দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসেবে নাম লেখাল ভারত।

২।  স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬.০৪ মিনিটে চাঁদের মাটি স্পশ্প করে চন্দ্রযান-৩। সঙ্গে সঙ্গে ভারতের মহাকাশ সংস্থা ইসরোর ওয়ার রুম ব্যাপক উল্লাসে ফেটে পড়ে, অভিনন্দন বার্তায় ভরে যায় সোশ্যাল মিডিয়া।
৩। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিকস সম্মেলনে যোগ দিতে দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছেন। সেখান থেকে অনলাইন চন্দ্রাভিযান অনুষ্ঠানে যোগ দেন। নরেন্দ্র মোদী বলেন ‘এই মুহূর্তটি মূল্যবান এবং নজিরবিহীন। এই মুহূর্তটি নতুন ভারতের বিজয় ঘোষণা করে। এই মুহূর্তটি ১৪০ কোটি মানুষের শক্তি, হৃদস্পন্দন।’

৫। আগামী ১৪ দিন যা চাঁদের ১ দিনের সমান -- প্রজ্ঞান রোভার চাঁদের পৃষ্ঠ থেকে ছবি এবং ডেটা পাঠাবে

৬। চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফপানি অথবা জমাটবাঁধা বরফ রয়েছে। এতে স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস, যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।

৭।  অবতরণের শেষ মুহূর্তে চন্দ্রযানের গতি ছিল প্রতি সেকেন্ডে ১.৬৮ কিলোমিটার। পূর্ব পরিকল্পনা মতোই ৬.... মিনিটে চাঁদের মাটিতে পা রাখে ভারতের চন্দ্রযান-৩।

৮।  চাঁদের মাটিতে নামার পরেই খুল যায় বিক্রমের একটি অংশ। সেখান থেকে ল্যান্ডারের পেট থেকে চাঁদের মাটিতে নামে রোভার প্রজ্ঞান। এটি চাঁদের মাটিতে ঘোরাফেরা করবে। ছয়টি চাকার প্রজ্ঞান কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে ঘুরবে। সেকেন্ডে এক সেন্টিমিটার পথ অতিক্রম করবে সে।

৯।  চাঁদের মাটিতে পৌঁছেই কাজ শুরু করেছে রম্ভা, চ্যাস্ট, ইলসা, অ্যারে। বিক্রমের সঙ্গে যুক্ত রয়েছে এই চারটি পে লোড। প্রত্যেকের কাজ রয়েছে সেখানে পৃথক পৃথক। রম্ভা খুঁটিয়ে দেখবে সূর্য থেকে আসা প্লাজমা কণার ঘনত্ব, পরিমাণ, পরিবর্তন। ইলসা খবর রাখবে চন্দ্র পৃষ্ঠের কম্পন, চ্যাস্ট মাপবে সেখানকার তাপমাত্রা এবং অ্যারে বুঝতে চাইবে চাঁদের গতিশীলতা। চাঁদের বুকে ল্যান্ডারের অবতরণের দৃশ্য ইসরোর ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সূত্র: এনডিটিভি