• শনিবার   ২৫ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০২ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

ইংরেজিতে `S` দিয়ে শুরু নামের মানুষরা যেমন হয়

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩  

আমাদের প্রত্যেকের কাছেই নিজেদের নাম বিশেষ পছন্দের। কিন্তু অনেকেই হয় তো জানেন না যে আমাদের নামের প্রথম বর্ণের অন্য আরেকটি গুরুত্ব রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, আমাদের নামের প্রথম বর্ণ আসলে আমাদের চরিত্রের বৈশিষ্ট্যকে তুলে ধরে। ইংরেজি বর্ণমালার ২৬টি অক্ষরের মধ্যে ‘A’, ‘J’, ‘O’ এবং ‘S’ এই ৪টি বর্ণ খুবই ক্ষমতাশালী।
সাধারণত ‘S’ দিয়ে যাদের নাম শুরু হয় তারা চরিত্রগত ভাবে খুবই সৎ এবং বিনয়ী হন। তারা অন্যদের কাছে নিজের ভালোবাসাকে খুব একটা প্রকাশ করতে পারেন না। লোক দেখানো বা দামি উপহার কিনে দেওয়া এসব তাদের ততটা পছন্দ নয়।

জ্যোতিষশাস্ত্র বলছে, ‘S’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা সহানুভূতিশীল হন। তারা অন্যদের দুঃখ-কষ্ট বুঝতে, সহানুভূতি জানাতে, সম্পর্কে ভালো বোঝাপোড়া রাখতে সচেষ্ট থাকেন। তারা যে কাউকে সমস্যায় পড়তে দেখলেই সাহায্যের জন্য ছুটে যান।

অনেকেই মনে করেন ‘S’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিরা ঠিক সাধারণ মানুষের মতো নয়, তাদের দুঃখ-কষ্ট হয় না। আসল কথা হলো তারা নিজের মনের অনুভূতিকে ঠিক করে প্রকাশ করতে পারেন না।

জ্যোতিষশাস্ত্র বলছে, ‘S’ দিয়ে যাদের নাম শুরু হয় তারা বেশ তরতাজা মনের মানুষ। সুখ-দুঃখ উভয়কেই তারা সমান গুরুত্ব দিয়ে উদযাপন করেন। তাদের চরিত্রে একটা চার্মিং ব্যাপার রয়েছে যা আশপাশের সবাইকে আকর্ষণ করে।

আর কেরিয়ারের বিষয়েও তারা খুবই ভাগ্যবান। এরা সর্বদা অর্থমূল্যকে বেশি গুরুত্ব দেন। তাই আর্থিক ভাবে এরা স্বাধীন ও লাভবান হন। ‘S’ দিয়ে শুরু হওয়া নামের ব্যক্তিদের জন্য রাজনীতি, ব্যবসা বা অভিনেয় ইত্যাদি পেশা সবচেয়ে ভালো। আর্থিক ভাবে লাভবান হওয়ার মূল্য এদের কাছে অনেক বেশি।

যদিও এদের কাছে অর্থের মূল্য অনেক বেশি, তবে এরা কিন্তু সম্পর্ককেও সমান পরিমাণে গুরুত্ব দেন। এরা ব্যক্তিগত জীবন এবং প্রফেশনাল জীবন উভয় ক্ষেত্রেই সম্পর্ককে সমান গুরুত্ব দিয়ে ভালোবাসতে জানেন। এরা কোনো সম্পর্কে একবার কমিটেড হয়ে গেলে আর কোনো ভাবেই পার্টনারের সঙ্গ ছাড়েন না।