• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষার পরিবেশ সৃষ্টিতে বোরহানউদ্দিনে সভা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২০  

বোরহানউদ্দিন  (ভোলা) প্রতিনিধিঃ
আসন্ন এস.এস.সি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করার লক্ষে ভোলা বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মো. বশির গাজী সাংবাদিক সম্মেলন করেন। রবিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয় লিখিত বক্তব্যে তিনি বলেন, পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদেরকে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে, কেন্দ্র সচিব ব্যতীত পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবে না, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে শুধু পরীক্ষার দিন পরীক্ষা শুরু হওয়ার ১ ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা পর পর্যন্ত ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা মতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা থাকবে, পরীক্ষা হলের আশপাশে বই পুস্তুক এবং খাতা কলম সহ অবস্থান ও ঘোরাঘুরি নিষিদ্ধ করা হলো, পরীক্ষা চলাকালীন ও এর আগে পরে পরীক্ষা সংশ্লিষ্ট কাজের সময়ে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী ও পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ব্যতীত অন্যদের প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে, কোনো প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক কোনোভাবে পাবলিক পরীক্ষায় বে-আইনি কোনো কাজ করলে সে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান প্রধান, শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে, পরীক্ষা কেন্দ্রের সন্নিহিত সকল হাটবাজার ও লোকালয়ে বাণিজ্যিক ফাটোকপিয়ার মেশিনের ব্যক্তিগত ও বাণিজ্যিক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলো। পরীক্ষার দায়িত্বে নিয়োজিত শিক্ষক ব্যতীত কোনো প্রতিষ্ঠান প্রধান বা কোনো শিক্ষক পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষা চলাকালীন অবস্থান ও প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলো, পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে অভিভাবকদের সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করা হলো। এ সকল নিয়ম যে ভঙ্গ করবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান নির্বাহি অফিসার। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকসহ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: সোহেল মাষ্টার, বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ প্রমূখ।