• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী

‘প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় দেশের অর্থনীতি এখনো সচল’

আলোকিত ভোলা

প্রকাশিত: ৫ মে ২০২১  

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, করোনার তাণ্ডবে বিশ্বব্যাপী অর্থনীতি এবং মানুষের জীবন-জীবিকা যখন স্থবির হয়ে পড়েছে, সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতায় দেশের অর্থনীতি এবং মানুষের জীবন ও জীবিকা এখনো সচল রয়েছে।

মঙ্গলবার চরফ্যাসনের বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগরে তেতুলিয়ার তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে ১০ কোটি টাকা ব্যয়ে পল্লীবিদ্যুতের সাব স্টেশন(বৈদ্যুতিক উপকেন্দ্র) এবং ১৮২ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়া নদীর ড্রেজিং প্রকল্পের উদ্বোধন এবং চরফ্যাসন উপজেলায় ঈদ উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে শাড়ি বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে ও তার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হচ্ছে। এই ধারায় তেতুলিয়া নদীর তলদেশে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিচ্ছিন্ন ইউনিয়ন মুজিব নগর, চর কাজল, বোরহান, চর হাজি, চর বিশ্বাস, পূর্ব চর উমেদ এবং চর মন্তাজকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। এসব বিচ্ছিন্ন চর এলাকার ২৫ হাজার গ্রাহক এখন থেকে বিদ্যুৎ সুবিধার আওতায় এসেছে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেছেন, ১৮২ কোটি টাকা ব্যয়ে তেতুলিয়ার নদীর ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নদীর দু’কূলের নদীশাসন প্রকল্প টেকসই হবে। পাশাপাশি নদীর দু’পাড়ের মানুষের জীবন-মান উন্নয়নে ভূমিকা রাখবে।

জ্যাকব আরো বলেন, প্রধানমন্ত্রীর সাহসী ও দূরদর্শী নেতৃত্বের ফলে করোনাকালে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

তিনি আরো বলেন, করোনা মোকাবিলায় অসহায় ও দুস্থ মানুষকে প্রধানমন্ত্রী অর্থ প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার কারণে বাংলাদেশ সবার আগে টিকা সংগ্রহ করতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের কারণে করোনার ভয়াল থাবা থেকে দেশের মানুষ এখনো সুরক্ষিত আছে।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পানি উন্নয়ন বোর্ড- ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহামুদ, ভোলা পল্লী বিদ্যুতের সমিতির জিএম আবুল বাসার আজাদ, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন প্রমুখ।