• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ভোলায় ১২ জেলে আটক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১  

ভোলা প্রতিনিধিঃ ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ১২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জরিমানা করা হয়েছে। সোমবার(১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত ভোলা সদর উপজেলার মেঘনা-তেতুলিয়া  নদীতে মাছ ধরার সময় উপজেলা মৎস্য বিভাগ তাদের আটক করে। আটককৃতরা হলেন,মো.কবির মোল্লা, আল-আমীন,মো.আকতার,মো.ইব্রাহিম,মো.লোকমান, মো. দেলোয়ার, মো.সুৃমন, মো.রাজিব, মো.রিয়াজ, মো.আল-আমীন, মো.নিয়াজ, মো.আলামীন।

সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, সোমবার (১৮ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মেঘনা ও তেতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগ তাদের আটক করে। এ সময় তাদের কাছে সাড়ে ৫ হাজার মিটার অবৈধ জাল, ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক  জেলেদের বিভিন্ন হারে জরিমানা করেন।  এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এবং জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিম ও গরিবদের মাঝে বিতরণ করা হয়ে।

এ সময় সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন জানান, নদীতে মাছ শিকারের উপর সরকারের নিষেধাজ্ঞা জারির পরপরই জেলা মৎস্য বিভাগের নির্দেশক্রমে আমরা  উপজেলা মৎস্য বিভাগ উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভোলার মেঘনা তেতুলিয়া অভিযান পরিচালনা করে আসছি। তারি ধারাবাহিকতায় আজ মেঘনা নদী থেকে ৬ জন ও তেতুলিয়া নদী থেকে ৬ জন জেলেকে মাছ ও জাল সহ আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে আমাদের এই অভিযান চলমান থাকবে।আগামীতে কেউ এরকম অপরাধ করলে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে। কোনভাবেই অপরাধীকে ছাড় দেওয়া হবে না। আমরা যদি মা ইলিশ রক্ষা করতে পারি, তবে সারা বছর ইলিশ খেতে পারবো তাই এই অভিযানকে বাস্তবায়ন করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।