• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

আওয়ামীলীগ বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছে- এমপি শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বিএনপি জামায়তের আমলে  মন্দিরে পূজা করা তো দূরের কথা হিন্দু সম্প্রদায়ের মানুষদের জীবনেরই কোনো নিরাপত্তা ছিল না।বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ রাষ্ট্র ক্ষমতায় এসে বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে পরিণত করেছে।

শনিবার দুপুরে এমপি শাওনের উদ্যোগে ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ লালমোহন ও তজুমদ্দিনের  আয়োজনে শারদীয় দূর্গাপুজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের করার লক্ষে শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে থেকে ৩৮ টি  পুজা মন্ডপে সিসি ক্যামেরার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, দুর্গাপূজা  শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসব।আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে প্রতিটি মন্দিরে প্রহরী হয়ে ভূমিকা রাখতে হবে। যেন কেউ কোথাও একটা দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে।

এসময় বাংলাদেশ পুজা উদ্জাপন পরিষদ লালমোহন শাখার সভাপতি মনোরঞ্জন চন্দ জয় হিন্দ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম হাওলাদারসহ আরো অনেকে।