• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১১ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কাজ করে যাচ্ছে দেশের আবহাওয়া-জলবায়ু দিন দিন চরমভাবাপন্ন হয়ে উঠছে বঙ্গবন্ধুই ভূমিহীন ও গৃহহীনদের আশ্রয় দিতে গুচ্ছগ্রাম করেন ৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী দুঃখী মানুষের মুখের হাসিই বড় প্রাপ্তি: প্রধানমন্ত্রী ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ের সময় খালেদা জিয়া ঘুমিয়ে ছিলেন বঙ্গবন্ধুর দেশে কোনো মানুষ ঠিকানাবিহীন থাকবে না: প্রধানমন্ত্রী আমরা যুদ্ধ ও আগ্রাসন সমর্থন করি না: শেখ হাসিনা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির যাত্রা শুরু

যে কোন দুর্যোগের সময় মানবতার সেবায় র‌্যাব মানুষের পাশে আছে- র‌্যাবের মহাপরিচালক

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ র‌্যাবের মহাপরিচালক খুরশীদ হোসেন বিপিএম(বার), পিপিএম বলেছেন, যে কোন দুর্যোগের সময় মানবতার সেবায় র্যাব মানুষের পাশে আছে। ঘূর্নিঝড় সিত্রাংয়ের কারনে ক্ষতিগ্রস্ত মানুষগুলো অসহায় হয়ে পড়েছেন। সেখানে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। কর্মহীন মানুষগুলো অসহায় হয়ে পড়েছে। ওইসব মানুষের বন্ধু হয়ে পাশে এসে দাড়িয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার দৌলতখানে ঘূর্নিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রান বিতরণকালে তিনি এ কথা বলেন। দৌলতখান সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরণ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, র‌্যাব দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে কাজ করছে, দেশের আভিধানিক কাজের পাশাপাশি আত্নমানবতার সেবায় কাজ করছে র‌্যাব। এ জন্য সবার সহযোগীতা প্রয়োজন।

পরে র‌্যাব মহাপরিচালক আরো দুটি স্পটে ত্রান মোট ৫শতাধিক মানুষের মাঝে ত্রান বিতরণ করেন। এ সব ত্রান সহায়তার মধ্যে ছিলো চাল ডাল তেল, চিরা গুর, লবন, আলু ও স্যালাইন। দুর্যোগে ক্ষতিগ্রস্তরা ঘুরে দাড়াতে না পারলেও র‌্যাবের এমন ত্রান সহায়তা পেয়ে হাশি ফুটেছে অসহায় মানুষের মাঝে।

এ সময় র‌্যাব-৮ অধিনায়ক লে. কর্নেল মাহামুদুল হাসান, অতিরিক্ত ডিআইজি ফারুকুল হক, ভোলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।