• মঙ্গলবার ৩০ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে বলেই এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানম সংঘাত নয়, আলোচনায় সমাধান চাই: প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী শান্তিরক্ষা প্রচেষ্টায় বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে

সীমানা জটিলতা কাটিয়ে ১১ বছর পর ভোলার চরফ্যাশন উৎসমুখ পরিবেশে ভোটগ্রহন

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

ভোলা প্রতিনিধিঃ সীমানা জটিলতা কাটিয়ে দীর্ঘ ১১ বছর পর উৎসব মুখর পরিবেশে ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ও ওমরপুর  ইউনিয়নে চলছে উৎসব পরিবেশ ভোটগ্রহণ চলছে।  সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট কেন্দ্র গুলোতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রের দায়িত্বে নির্বাচনী মাঠে থাকবে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স।

দুটি ইউপিতে চেয়ারম্যান পদে ৮ জন, সাধারণ সদস্য পদে ৭৯ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

চেয়ারম্যান পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মুল লড়াই হবে আসলাম পুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরে আলম মাস্টার (নৌকা) ও আওয়ামীলীগ বিদ্রোহী-স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (আনারস), ওমর পুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম রিজন (নৌকা) ও আওয়ামী লীগ বিদ্রোহী -স্বতন্ত্র প্রার্থী  একেএম সিরাজুল ইসলাম (আনারস) এর সাথে।

দুই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা রয়েছে ২৬ হাজার ৭শত ৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ২শত ৯৮ জন। নারী ভোটার ১২ হাজার ৪ শত ৮ জন। দুইটি ইউপির ১৮টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮টিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে উপজেলা নির্বাচন অফিস।

ভোট দিতে আসা ষাটোর্ধ আশরাফ আলী, হোসেন পাটোয়ারী ও ফারুক ভূইয়া বলেন, দীর্ঘ ১১ বছর পরে ভোট দিতে এসেছেন, ডিজিটাল পদ্ধতি ইভিএমে ভোট দিতে পেরে আনন্দিত তারা। নতুন ভোটার রুবেল হোসেন, রামিম ও হাজেরা বলেন, প্রথম বার ভোট দিতে এসেছেন এবং ইভিএমে ভোট দিতে পেরে আনন্দিত তারা।

আর জেলা নির্বাচন অফিসার শফিকুল ইসলাম জানান, ইভিএম ভোটারদের কাছে নতুন হওয়ায় ভোট দানে তাদের একটু বিলম্ব হচ্ছে। ভোটারদের নির্বাচন অফিস ও প্রার্থী ইভিএম বিষয়ে সচেতন করেছে। বেলা ১২ দিকে দীর্ঘ লাইন কমে যাবে।

আঞ্চলিক নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন জানান, ভোটাররা উৎসব মুখর ভাবে ভোট দিচ্ছে তবে ইভিএম ভোটারদের কাছে নতুন হওয়ায় ভোট দানে তাদের একটু সমস্যার সৃষ্টি হচ্ছে। ভোটারদের আমরা ইভিএম বিষয়ে সচেতন করছি। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নির্বাচনী মাঠে পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মোবাইল টিম ও স্টাইকিং ফোর্স রয়েছেন।