• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২২ ১৪৩০

  • || ১৫ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
সবাইকে ৩টি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে: শেখ হাসিনা একদিকে মুদ্রাস্ফীতি, অন্যদিকে লোডশেডিংয়ে ভুগছে দেশের মানুষ: প্রধানমন্ত্রীর আক্ষেপ বিদ্যুৎ সমস্যা সমাধানে প্রচেষ্টা অব্যাহত: প্রধানমন্ত্রী ‘প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে, এরকম পরিস্থিতি আর হয়েছিল কিনা জানি না’ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য দূষণমুক্ত নির্মল পরিবেশের বিকল্প নেই: রাষ্ট্রপতি বিশ্বের পরিস্থিতি আরও খারাপ হতে পারে: প্রধানমন্ত্রী তীব্র তাপদাহে প্রাথমিক বিদ্যালয় ৪ দিন বন্ধ ঘোষণা সরকার এই বাজেট বাস্তবায়ন করতে পারবে: শেখ হাসিনা দেশজুড়ে উন্নত রেল নেটওয়ার্ক তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে শ্রমিকবান্ধব কর্মপরিবেশের প্রত্যাশা সরকারের গৃহীত পদক্ষেপের ফলে দেশে চা উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বিশ্বে আরও দেশ আছে তাদের সঙ্গে সম্পর্ক গভীর করবো আমেরিকায় না গেলে কিচ্ছু আসে যায় না: প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট বাজেট পেশ আজ অসংক্রামক রোগের ক্ষেত্রে মহামারি সৃষ্টি করছে তামাক: প্রধানমন্ত্রী বাংলাদেশে সুইডেনের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

ভোলায় ভেদুরিয়ায় অপরাধ দমনে পুলিশের সিসি ক্যামেরা চালু

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ জননিরাপত্তা ও অপরাধ নিয়ন্ত্রনে ভোলার ভেদুরিয়া ইউনিয়নের গুরুত্বপূর্ন পয়েন্টে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করেন  ভোলা জেলা পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) বিকালে ভোলার ব্যাংকের হাট বাজারে সিসিটিভি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। এর মাধামে  জেলার বিভিন্ন পয়েন্টের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ,দমন ও অপরাধী শনাক্তের সুবিধার্থে পুরো ভোলা জেলাকে  ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হচ্ছে।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,আধুনিক বিশ্বে অপরাধ দমনে সিসি ক্যামেরার ব্যবহার ও গুরুত্ব অনেক বেড়ে গেছে। আমরা পুরো ভোলা জেলায়  আঞ্চলিক মহাসড়ক,গুরুত্বপূর্ন পয়েন্টে ৩২৬ টি স্থানে সিসি ক্যামেরা স্থাপন করবো।

সেই লক্ষ্যে জেলার প্রায় ৬০ শতাংশ গুরুত্বপূর্ন পয়েন্টে ইতিমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে  অপরাধীদের শনাক্ত করা সহজ হবে এবং সিসি ক্যামেরার ভয়ে অপরাধের প্রবনতা  কমে আসবে বলে মনে করেন।

আমরা স্থানীয় ব্যবসায়ী,চেয়ারম্যানদের সহায়তায় এই সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এছাড়াও স্থানীয় যারা বসবাস করে তাদেরকে প্রতি উদ্ধাত আহবান জানাই তারা যেন তাদের বাসায় ও দোকানে সিসি ক্যামেরা লাগায়। তহলে অপরাধ যেমন একদিকে কমে আসবে অন্যদিকে অপরাধি সনাক্ত করতে সহজ হবে। সিসিটিভিগুলোকে ট্রাফিক বিভাগের সঙ্গেও সমন্বয় করা হবে। কেউ ট্রাফিক আইন ভঙ্গ করলে তার নামে মামলা হবে। 

আমরা চাচ্ছি এই সিসি ক্যামেরাগুলো একটি নেটওয়ার্কের মাধ্যমে প্রতিটি থানার সঙ্গে সংযুক্ত করতে। ভোলার ইলিশা ফেরিঘাট থেকে  চর কচ্ছপিয়া  পর্যন্ত  ৬০ শতাংশ জায়গায়  সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

ভোলা সদর মডেল থানার আয়োজনে ভেদুরিয়া ভিট পুলিশিং এর উদ্যোগে সিসি ক্যামেরার উদ্বোধন অনুষ্ঠানের সভাপত্বিত করেন ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল। এসময় আরো উপস্থিত ছিলেন ভেদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম মনির,যুগ্ন-সাধারন সম্পাদক মো: মোসলেউদ্দিন পাটওয়ারি,সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, ব্যাংকের হাট বাজার কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাবুল মাষ্টার সহ বাজারের বিভিন্ন ব্যাবসায়ী ও ভিট পুলিংশ এর সদস্য বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, জেলা পুলিশ সুপারের নিজস্ব পরিকল্পনা ও তত্ত্বাবধায়নে এবং সংশ্লিষ্ট এলাকার উপজেলাগুলোর বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,ব্যবসায়ী সমিতির সহায়তায় জেলার বিভিন্ন মার্কেট ও তৎসংলগ্ন মূল সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।