• রোববার ২৪ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৯ ১৪৩০

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী বিএনপি কি আসলেই নির্বাচন চায়, তাদের নেতা কে: প্রধানমন্ত্রী নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটনে প্রধানমন্ত্রী আগামী প্রজন্মের জন্য সমুদ্রগুলো যেন সমৃদ্ধির উৎস হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করছে বাংলাদেশ পুতুলের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ সঠিকভাবে ভোট দেবে: শেখ হাসিনা বাংলাদেশের জনগণই তাদের ‘স্যাংশন’ দিয়ে দেবে: প্রধানমন্ত্রী কোরআন পোড়ানো নিয়ে শেখ হাসিনার নিন্দা নির্বাচন বানচালের চেষ্টা হলে বাংলাদেশও নিষেধাজ্ঞা দেবে: প্রধানমন্ত্রী দুর্নীতি ছাড়া দেশকে কিছুই দিতে পারেনি বিএনপি: প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় ভিয়েতনাম রোহিঙ্গা প্রত্যাবাসনই বাংলাদেশের অগ্রাধিকার: উজরা জেয়াকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন: প্রধানমন্ত্রী যারা স্যাংশন দিয়েছে তাদের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে: প্রধানমন্ত্রী মানুষ ও নেতা শেখ হাসিনা

শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি দেখতে পায় না-এমপি শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩  

ভোলা প্রতিনিধিঃ শেখ হাসিনা সরকারের উন্নয়ন বিএনপি-জামাত দেখতে পায় না। দেশের জনগণ দেখতে পায়,তার জন্যই সাধারণ মানুষ বঙ্গবন্ধুর কন্যার উপর আস্থা রেখে আওয়ামী লীগকে বার বার নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করে বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।

বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পরিক সহযোগিতায় শিশু কিশোর ক্রিকেট ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

এমপি শাওন আরো বলেন,,আজকে একশ্রেণির মানুষ মানবতার কথা বলে। কিন্তু ৭১ সালে হাজার হাজার লাশ দেখেও তাদের মানবতার চোখ খুলে নাই। তারা দেশবিরোধী ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের প্রতিহত করতে আগামী নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।

এসময় লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুল এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, হাজী নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয় এর অধ্যক্ষ জিহাদুর রহমান মুরাদ,  জেলা ক্রীড়া অফিসার মোঃ সাপাতুল ইসলাম, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আহাদুল ইসলাম সুজনসহ আরো অনেকে।
পরে তজুমদ্দিন উপজেলা যুব মহিলা লীগের পরিচিতি সভা অংশগ্রহণ করেন এমপি শাওন।