• মঙ্গলবার   ২৮ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৪ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর বাইরে নালিশ করা, কান্নাকাটি করা বিএনপির চরিত্র: শেখ হাসিনা স্বাধীনতা দিবসের শুভেচ্ছায় বাইডেন বললেন ‘জয় বাংলা’ ‘জিয়াউর রহমান নির্বিচারে হাজার হাজার মানুষ হত্যা করেছেন’ অস্বাভাবিক সরকার ক্ষমতায় থাকলে কিছু লোকের কদর বাড়ে: প্রধানমন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও হ্যান্ডলিং করতে চায় জাপান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না: প্রধানমন্ত্রী পাক হানাদাররা নিরস্ত্র বাঙালির ওপর অতর্কিত আক্রমণ চালায় স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়েছেন প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা স্বাধীনতা দিবসে যেসব কর্মসূচি নিয়েছে সরকার আমরা যুদ্ধ-সংঘাত চাই না: প্রধানমন্ত্রী গণহত্যা দিবসের স্বীকৃতি আদায়ে সবাইকে ভূমিকা রাখতে হবে ২৫ মার্চ ১৯৭১: রক্ত আর আর্তচিৎকারের ভয়াল রাত যে কোনো অর্জনেই ত্যাগ স্বীকার করতে হয়: প্রধানমন্ত্রী গুণীজনদের হাতে স্বাধীনতা পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকের উন্নয়ন সম্ভব হয়েছে স্বাধীনতা পুরস্কার প্রদান করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে প্লেন চলাচলের কেন্দ্রে পরিণত করতে রোডম্যাপ জরুরি

প্রধানমন্ত্রী নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল- সংসদ সদস্য জ্যাকব

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৩  

চরফ্যাশন প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সংসদীয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিক্ষা ও ক্ষমতায়নে রোল মডেল। তিনি নারীদের শিক্ষা-চাকুরিসহ প্রত্যেক সেক্টরে গুরুত্ব দিয়েছেন।

বৃহম্পতিবার বেলা ১১টায় চরফ্যাশন ফাতেমা মতিন মহিলা ডিগ্রী কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরো বলেন, পড়া-লেখার পাশা-পাশি খেলা-ধুলা করলেই শিক্ষার্থীর মন মানসিকতা সুস্থ ও অপকর্ম থেকে দূরে রাখা যায়। তাই নারীদের জন্যে বিনোদনের ব্যবস্থা রেখেছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী দেশকে ডিজিটালাইজড করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল্ ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শককে মাতিয়ে তোলা হয়।