• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা দুর্নীতির বিরুদ্ধে অভিযান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে না দেশের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী : প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সরকার ব্যবসাবান্ধব সরকার

চরফ্যাশনে তরমুজ চাষে সফল কৃষকরা

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

চরফ্যাশন প্রতিনিধিঃ তরমুজ মৌসুম ভিত্তিক ফল। বছরে এই ফলটি একবার চাষ হয়ে থাকে। অন্যান্য ফসলের তুলনায় তরমুজ চাষ করা যেমন কষ্ট আবার ব্যয়বহুল। তরমুজের ফলন ভালো হলে চড়া দামেও বিক্রি করেন কৃষকরা। এবার তরজুম চাষে খুশি চাষীরা।

চলতি মৌসুমে আবহাওয়া অনূকুলে থাকায় ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগরে আগাম জাতের তরমুজের ফলন ভালো হয়েছে। প্রচন্ড গরম পড়ার কারণে দাম ভালো থাকায় লাভের আশা করছেন মুজিবনগরের কৃষকরা। অনেকেই তরমুজ বিক্রি করে সফলতা পেয়েছেন। আগাম জাতের তরমুজের চাষের জন্য বিখ্যাত মুজিবনগর।

জানা যায়, আগাম জাতের তরমুজের বীজ পৌষ মাসের মধ্যে চাষাবাদ শুরু করা হয় এবং ফাল্পুন মাসে এখন বাজারে তরমুজ। চৈত্র মাসেও তরমুজ বিক্রি করবেন কৃষকরা। এতে তারা বেশি লাভমান হচ্ছে। বর্তমানে প্রতি একর জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা।

কৃষকদের ক্ষেত থেকে পাইকাররা তরমুজ কিনে নিয়েছে আবার কেউ তরমুজ কর্তন করে নিজ খরচে নিয়েছেন বিভিন্ন যায়গাতে। আবহাওয়া ভালো হলে বড় আকারের তরমুজ বিক্রি হয় শত ৪০ থেকে ৫০ হাজার টাকা।

সরজমিনে গিয়ে দেখা যায়, মুজিবনগরের ২নং ওয়ার্ডে শামিম নামের এক কৃষক ক্ষেত থেকে বড়, মাঝারী ও ছোট আকারের তরমুজ সংগ্রহ করে ট্রলার বোঝাই করছেন। লঞ্চ যোগে ঢাকার নারায়ণগঞ্জ নিয়ে যাবেন বলে তিনি জানান। এর মধ্যে ক্ষেত থেকে তরমুজ সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলাতে পাঠিয়েছেন পাইকাররা, পেয়েছেন চড়া দাম। এ ছাড়াও মুজিবনগরের বিভিন্ন কৃষকের জমিতে পেকে ওঠেছে আগাম জাতের তরমজু। আবার অনেকেই পানি দিচ্ছে তরমুজ গাছে। খুব শিঘ্রই বাকি তরমুজ পাকা শুরু হবে।

চরফ্যাশন উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছরে চরফ্যাশন উপজেলায় তরমুজের চাষের লক্ষমাত্রা ধরা হয়ছে ১২ হাজার ৫৫০ হেক্টর জমি। কিন্তু ১৫ হাজার ৮২৭ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদ হচ্ছে।

কৃষক শামিম পাটওয়ারী জানান, ১২ বছর যাবত তরমুজ চাষাবাদ করে আসছেন। আগাম জাতের তরমুজ ৮ বছর পর্যন্ত করা হয়নি। তাতে ব্যপক লোকসান গুনতে হয়েছে। গত ৩ বছর ধরে আগাম জাতের তরমুজ চাষাবাদ করে বেশ লাভমান হয়েছেন। এ বছর আড়াই একর জমিতে তরমুজ চাষাবাদ করেছেন। সার-ঔষধের দাম বেশি হলেও ফলন ভালো হয়েছে।

কৃষক হারুন সর্দার জানান, এই মৌসুমে সার ঔষধের দাম লাগামহীন। তারপরও তরমুজের ফলন বেশ ভালো হয়েছে আবহাওয়া ভালো থাকার কারনে। চলতি মৌসুমে একর প্রতি প্রায় ৮০ হাজার টাকা মতো খরচ হয়েছে। সার ঔষধের পাশাপাশি লোকজনের দামও বৃদ্ধি। সরকার সব ধরনের সহযোগীতা করলে সামনের দিনগুলোতে কৃষকরা আগাম জাতের তরমুজ চাষাবাদে ব্যাপক আগ্রহী হবে।

তরমুজ চাষী আলী হোসেন মিয়া জানান, এ বছর পাঁচ একর জমিতে তরমুজ চাষাবাদ করেছে। তার মধ্যে আগাম জাতের তরমুজ চাষাবাদ করেছে ২ একর জমিতে। এর মধ্যে পাইকারদের কাছে ২ একর জমির তরমুজ বিক্রি করেছেন ৪ লক্ষ টাকা। বাকি যে তরমুজ ক্ষেতে আছে, আবহাওয়া ঠিক থাকলে বেশি দামে বিক্রি হবে। বুদ্ধি করে কয়েক বছর যাবত আগাম জাতের তরমুজ চাষ করে আসছি।

চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান, চরফ্যাশন উপজেলার মুজিবনগরে তরমুজের চাষাবাদ বেশি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকাতেও তরমুজ চাষাবাদ হয়েছে। কৃষি অফিস থেকে সব সময় পরামর্শ দেওয়া হয়েছে কৃষকদের। আগাম জাতের তরমুজ চাষাবাদে কৃষকদের সহযোগিতা করা হবে।