• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে অন্যতম শীর্ষ শান্তিরক্ষী পাঠানো দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক প্রতিশ্রুতির আহ্বান প্রধানমন্ত্রীর সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও চীনের আরও মনোযোগী হওয়া উচিত: প্রধানমন্ত্রী পুলিশকে আরো জনবান্ধব হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির ২০০৮ সালের নির্বাচনের পর থেকে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে আমরা আর অশান্তি-সংঘাত চাই না, সবার উন্নতি চাই: শেখ হাসিনা শিল্পাচার্য জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি এশিয়ার ‘আয়রন লেডি’ শেখ হাসিনা : দ্য ইকোনমিস্ট আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: প্রধানমন্ত্রী কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ কাতার সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী চোরাচালান বন্ধে বিজিবিকে আরও তৎপর হতে রাষ্ট্রপতির নির্দেশ বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় কাতার ‘নেতৃত্বের উদাহরণ সৃষ্টি করুন, নিজেই পরিবর্তন আনুন’ ‘আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত’ বঙ্গবন্ধুর সমগ্র জীবন ছিল শান্তির সাধনায় উৎসর্গকৃত: রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান ক্রমেই জোরদার হচ্ছে দুদিনের সফরে সোমবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িতদের কোনো ধর্ম নেই: প্রধানমন্ত্রী দেশবাসীর জন্য হজযাত্রীদের কাছে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশনে ভাসমান প্রদ্ধতিতে কচুরিপানা দিয়ে সবজি চাষ

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ মে ২০২৩  

চরফ্যাশন প্রতিনিধিঃ  কচুরিপানাকে অভিশপ্ত মনে করে ফেলে রাখা হয়। কিন্তু এর যথাযথ ব্যবহার করে কৃষিতে যে বিপ্লব ঘটানো যায় তা হয়তো এর আগে ভোলার চরফ্যাশনে কেউ ভাবেনি। এই প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ও উপজেলা কৃষি কর্মকর্তা ওমর ফারুক কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ইউটিউবে ভিডিও দেখে চরফ্যাশনের কৃষকদের চাষাবাদে বাড়তি জমির ব্যবস্থা ও পরিত্যাক্ত কচুরিপানাকে কাজে লাগিয়ে বাড়তি আয় করতে পারবে এমন চিন্তা ভাবনা থেকেই এই প্রথম চরফ্যাশনে কৃষিতে নতুন বিপ্লব ঘটাতে চাষাবাদের উদ্যোগ নিয়েছেন তিনি। এ-র আগে কচুরিপানায় বরিশালের নেছারাবাদে কৃষি চাষাবাদের যথাযথ ব্যবহার হতো। সেখান থেকে চরফ্যাশনে আনা হয়েছে বিশেষজ্ঞ কৃষকদের।

বুধবার (১১ মে) সকালে উপজেলার আমিনাবাদ ইউনিয়নের হালিমা বাদ ৩ নম্বর ওয়ার্ডে ৩০ জন কৃষক-কৃষাণীদের কচুরিপানায় চাষাবাদের প্রশিক্ষণ দেয় এ নেছারাবাদ থেকে আমন্ত্রিত বিশেষজ্ঞ কৃষকরা। স্থানীয় কৃষকদের একেবারেই হাতে কলমে শিক্ষা প্রদান করা হচ্ছে। কিভাবে কচুরিপানাকে কাজে লাগিয়ে চাষাবাদ করা যায়।

বরিশালের নেছারাবাদ থেকে আমন্ত্রিত অভিজ্ঞ কৃষক শাহাদাত জানান, এসব কচুরিপানাকে কাজে লাগিয়ে অর্থকরী ফসল বছরের বারো মাসেই উৎপাদন করা সম্ভব। এবং চারা উৎপাদন থেকে শুরু করে নানা ফসলের আবাদ করা যায় এসব বেড থেকে। প্রাকৃতিক ও বিষমুক্ত ফসল এখান থেকেই উৎপাদন করা সম্ভব। চাইলে কৃষক নিজেদের চাহিদা মিটিয়ে বাজারেও বিক্রি করতে পারবেন।

তিনি আরো জানান, চার ফুট প্রশান্ত ও ৩০ ফুট পর্যন্ত লম্বা করা যায় এসব বেড। বাড়তি কোন সার ঔষধ প্রয়োজন হয় না এসব বেডে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল নোমান জানান, কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে অভিশপ্ত বা পরিত্যক্ত কচুরিপানা কে কাজে লাগিয়ে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য, পাশাপাশি এই কচুরিপানাকে কাজে লাগিয়ে কৃষিতে বিপ্লব ঘটিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই আমি চরফ্যাশনে।

এদিকে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক জানান, স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি বলেছেন কৃষিতে এক ইঞ্চি জমিয়ে যেন খালি না থাকে। প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উন্নয়নে নানা কর্মকান্ড বাস্তবায়ন করে যাচ্ছে। কচুরিপানা দিয়ে কৃষি শস্য উৎপাদন এ অঞ্চলে এই প্রথম যদি এটি সফলভাবে করা যায় অবশ্যই কৃষিতে নতুন বিপ্লব ঘটবে চরফ্যাশনে।