• শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৫ ১৪৩০

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
‘বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়াকে আদালতে যেতে হবে’ ভিসা নিষেধাজ্ঞার কোনও যৌক্তিকতা নেই: প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় না থাকলে বাংলাদেশ অন্ধকারে ফিরে যাবে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ভালো খেলবে বাংলাদেশ, আশা প্রধানমন্ত্রীর কন্যাশিশুদের সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর অর্ধকোটি মানুষকে মাথা গোঁজার ঠাঁই দিয়েছেন শেখ হাসিনা বিশ্বের বিস্ময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে কোনো বিভাজন চলবে না: রাষ্ট্রপতি দেশের ভাবমূর্তি আরো জোরদার করতে কাজ করুন: প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নাই: প্রধানমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণের মধ্যেই সফলতা-শান্তি নিহিত শেখ হাসিনার ৭৭তম জন্মদিন আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন কাল পর্যটন শিল্পের প্রসারে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ট্রেনে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরের জনসভায় যাবেন প্রধানমন্ত্রী ক্রীড়ার ভেতর দিয়েই শিশুর সামাজিকীকরণ ঘটে: প্রধানমন্ত্রী জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণের ৪৯তম বার্ষিকী আজ তথ্য অধিকার আইন প্রয়োগে জনগণকে সম্পৃক্ত করার নির্দেশ রাষ্ট্রপতির বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ চুরি করা অর্থ দিয়ে আন্দোলন করছে বিএনপি: প্রধানমন্ত্রী

মেঘনার ভাঙন রোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ জুন ২০২৩  

চরফ্যাশন প্রতিনিধিঃ চলতি মাসেই শেষ হচ্ছে চরফ্যাশন ও ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের দালাল বাজার সংলগ্ন ভাংতির খালের নদীর ভাঙন প্রবণ এলাকার তীর সংরক্ষণ জিও ব্যাগ ডাম্পিং এর কাজ । প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে এখন চলছে শেষ মুহূর্তের কর্মজজ্ঞ।

সামনে বর্ষা মৌসুমে প্রমত্তা মেঘনার হাত থেকে ভোলাকে রক্ষার জন্য দ্রুত নদীতে ডাম্পিং করা হচ্ছে। এ নিয়ে স্থানীয় জনগন খুবই সন্তোষ প্রকাশ করেছেন।

‘সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীর পাড়েই তৈরি করা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। পরে তা স্থাপন করা হচ্ছে তীর রক্ষার জন্য। এমন দৃশ্য ভাংতির খাল থেকে ৫০০ মিটার পর্যন্ত। এসব এলাকার অন্তত ৫ টি গ্রামে দীর্ঘদিন ধরেই ধীরগতিতে মেঘনার ভাঙন চলছিল। নদী ভাঙন রোধে ভোলা পানি উন্নয়ন বোর্ডে(পাউবো)’র তত্বাবধানে শ্রমিকরা এখন জিও ব্যাগ ডাম্পিং নিয়ে ব্যস্ত। যা চলতি মাসে শেষ হওয়ার কথা রয়েছে।

স্থানীয়রা বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন ১, ডিভিশন-২ চরফ্যাশন মনপুরার কর্মকর্তাগণ তদারকি করছেন প্রতিনিয়ত। তাছাড়া কাজের মান নিয়েও সস্তোষ প্রকাশ করেন এলাকবাসী।

সূত্রে জানা গেছে, প্রতি বছর মেঘনার ভাঙনে ভোলা সদর উপজেলার ৫টি ইউনিয়নে ব্যাপক ক্ষতি হচ্ছে। ভাঙনে অনেকে বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। হারিয়ে গেছে ভোলা সদর উপজেলার কয়েকটি গ্রামের মানচিত্র। নদী ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভাঙনরোধ প্রকল্পের আওতায় ভোলার মেঘনা নদীর পূর্ব ইলিশার ২নং ওয়ার্ডের দালাল বাজার সংলগ্ন ভাংতির খাল এলাকায় জিও ব্যাগ দিয়ে ৫০০ মিটার নদী তীর সংরক্ষণের জন্য একটি ঠিকাদার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ১ কোটি ৭৩ লাখ টাকার চুক্তি হয়।

কাজের সার্বক্ষণিক দায়িত্বে থাকা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, বর্ষায় নদী ভাঙন রোধে দ্রুত ডাম্পিং এর কাজ এগিয়ে চলেছে। জিও ব্যাগের ওজন এবং কাজের গুনগত মান ঠিক রেখে ডাম্পিং এর কাজ চলমান রয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠান বলেন, চুক্তি অনুযায়ী কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কাজের কোনো সমস্যা নেই, ঠিকঠাক মতো হচ্ছে। তাছাড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) আমাদের কাজে সার্বক্ষণিকভাবে মনিটরিং করছে। আশা রাখি মেয়াদের মধ্যে বাকী কাজ সম্পন্ন করতে পারবো।

ভোলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র উপ-সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, জিও ব্যাগের বস্তা সঠিক ওজন দিয়ে এবং গণনা করে নদীর পার সংরক্ষণে ডাম্পিং করা হচ্ছে।
ভোলা পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র ডিভিশন-২ নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, বেতুয়া প্রশান্তি পার্ককে নদী ভাংগন কবল থেকে রক্ষার জন্যে জিও ব্যাগ ফেলানো হচ্ছে। গুনগত মানও ভাল দেয়া হচ্ছে।