• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আলোকিত ভোলা
ব্রেকিং:
সহিংসতায় আহতদের চিকিৎসা-রোজগারের ব্যবস্থা করবে সরকার দেশের প্রতিটি আনাচে-কানাচে অপরাধীদের খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয়ের ৫৪তম জন্মদিন আজ আধুনিক প্রযুক্তির মেট্রোরেল যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না যে ধ্বংসযজ্ঞ চলেছে, দেশবাসীকেই বিচার করতে হবে মেট্রো স্টেশন যেভাবে ধ্বংস করেছে, মানতে পারছি না: প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অহিংস আন্দোলনকে বিএনপি-জামায়াত সহিংস করেছে: জয় নাশকতার ঘটনায় অপরাধীদের ছাড় না দেয়ার দাবি জ্যেষ্ঠ সাংবাদিকদের ধারণা ছিল একটা আঘাত আসবে: প্রধানমন্ত্রী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ২১ জুলাই স্পেন যাবেন প্রধানমন্ত্রী আমার বিশ্বাস শিক্ষার্থীরা আদালতে ন্যায়বিচারই পাবে: প্রধানমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হবে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেখাতে হবে : প্রধানমন্ত্রী পবিত্র আশুরা মুসলিম উম্মার জন্য তাৎপর্যময় ও শোকের দিন আশুরার মর্মবাণী ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার আহ্বান মুসলিম সম্প্রদায়ের উচিত গাজায় গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী দুঃখ লাগছে, রোকেয়া হলের ছাত্রীরাও বলে তারা রাজাকার শেখ হাসিনার কারাবন্দি দিবস আজ ‘চীন কিছু দেয়নি, ভারতের সঙ্গে গোলামি চুক্তি’ বলা মানসিক অসুস্থতা

চরফ্যাশনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা`র জন্মদিনে দুস্থদের মাঝে সেলাই মিশিন বিতরণ

আলোকিত ভোলা

প্রকাশিত: ৯ আগস্ট ২০২৩  

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন ঊপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের যৌথ উদ্যোগে বেগম ফজিলাতুন্নেছা মজিবের ৯৩ম জন্ম বার্ষিকী উদ্যাপন হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা, দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া বাদ জোহর উপজেলা প্রতিটি মসজিদে মিলাদ ও দোয়ার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুর নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক।

সভাপতির বক্তব্যে নওরীন হক বলেন, বাংলার মহীয়সী নারী বেগম শেখ ফজিল্লাতুননেছা মুজিব। যিনি প্রজ্ঞা, ধৈর্য, সাহসিকতা, মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে বঙ্গবন্ধুকে সকল কাজে অনুপ্রেরণা যুগিয়েছেন। পাশাপাশি দেশের দুঃসময়ে জনগণকে আগলে রেখেছেন নিজের মেধা ও বিচক্ষণতা দিয়ে। যার জন্য সবার কাছে তিনি ‘বঙ্গমাতা’ হিসেবে সমাদৃত।

তাঁর মায়ের আদর্শ বুকে ধারণ করে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন আগামীর "স্মার্ট বাংলাদেশ" গড়ার প্রত্যয় নিয়ে। তাঁর নেতৃত্বে বাংলাদেশে বিস্ময়কর উন্নয়ন হয়েছে।

চরফ্যাশন প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী,উপজেলা শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,সহ শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, শশীভুষন থানার ওসি এনামুল হক, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংবাদিক আমির হোসেন সহ মহিলা বিষয়ক কর্মকর্তা হেমায়েত উদ্দিন হিমু উপস্থিত ছিলেন।

শেখ ফজিলাতুননেছার জন্মদিনে ৮জন দুস্থ অসহায় মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় আরও উপস্থিত উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাদেক মিয়া, চরফ্যাশন থানার ওসি মোরাদ হোসেন, নীলকমল ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, সমাজসেবা কর্মকর্তা মামুন হোসাইনসহ দু:স্থ অসহায়  নারীরা উপস্থিত ছিলেন। উপজেলা মসজিদের পেশ ইমাম মাওঃ আবু নাসের বেগম ফজিলাতুন্নেছা নেছার রূহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন।

এরআগে সকাল ১০টায়  বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে  চরফ্যাশন উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে বেগম ফজিলাতুন নেছার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।
উল্লেখ্য-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে শহীদ হন তিনি।