• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আন্দোলনের বিষয় বিভিন্ন দলের সঙ্গে বৈঠক করেও সাড়া পাচ্ছে না বিএনপি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২১  

ঈদের পর নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা হাতে নিয়েছিল বিএনপি। সে লক্ষ্যে, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগও শুরু করেছিল দলটি। জাতীয় ঐক্যফ্রন্টের কয়েকটি দল ছাড়াও বেশকিছু রাজনৈতিক দলের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করেছিলেন বিএনপির কয়েকজন নেতা। কিন্তু কারো কাছ থেকেই ইতিবাচক সাড়া পায়নি বিএনপি। 

জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দল তিনটি কারণে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলনে অনাগ্রহ প্রকাশ করেছে। প্রথমত, অধিকাংশ রাজনৈতিক দলই বলেছে এখন করোনা পরিস্থিতি ভয়াবহ। এরকম একটি পরিস্থিতিতে আন্দোলন করা সঠিক নয়। সাধারণ মানুষ এটিকে সহজভাবে নেবে না। রাজনৈতিক দলগুলো বলছে এখন দেশে স্বাস্থ্যবিধি মেনে চলা, দরিদ্র মানুষকে সহায়তা করা এবং করোনা পরিস্থিতি মোকাবিলা করাই প্রধান কাজ। রাজনৈতিক আন্দোলন নয়।

দ্বিতীয়ত, যে কারণে বিএনপির সঙ্গে জোটবদ্ধ আন্দোলনে আগ্রহী নয় রাজনৈতিক দলগুলো তা হলো, বিএনপির নেতৃত্বের সংকট। একাধিক রাজনৈতিক দল বলেছে, বিএনপি বড় দল। ঐক্যবদ্ধ আন্দোলন করলে তার নেতৃত্ব বিএনপিকেই নিতে হবে। কিন্তু বিএনপিতে এমন কোন জাতীয় নেতা নেই, যিনি বিরোধীদলকে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে পারেন। রাজনৈতিক দলগুলো মনে করছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া থেকেও নেই। আন্দোলনে নেতৃত্ব দেয়ার মতো অবস্থা তার নেই। অন্যদিকে তারেক জিয়ার ব্যাপারেও আস্থা নেই রাজনৈতিক দলগুলোর। ২০ দলের একটি শরীক দলের অন্যতম নেতা বলেছেন ‘মির্জা ফখরুল ইসলাম ভালো মানুষ। কিন্তু জাতীয় নেতা হিসেবে তার গ্রহণযোগ্যতা নেই। আর লন্ডন থেকে বাণী দিয়ে আন্দোলন হয় না।’

তৃতীয় কারণ হিসেবে রাজনৈতিক দলগুলো বলছে, জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক। নাগরিক ঐক্য, জেএসডির মতো রাজনৈতিক দলগুলোর জামায়াতকে নিয়ে অস্বস্তি রয়েছে। তারা বিএনপি নেতৃবৃন্দকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, আন্দোলন তারা করতেই চায়। কিন্তু সবার আগে জামায়াতের সঙ্গে বিএনপির অবস্থান খোলাসা করতে হবে। ২০১৮ সাল থেকেই এই দলগুলো বিএনপিকে জামাতের সঙ্গ ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিতে বলছে। কিন্তু এ ব্যাপারে বিএনপি আনুষ্ঠানিক ভাবে কিছুই বলেননি। ফলে, জামায়াতকে নিয়ে আপত্তির কারণে বিএনপির ডাকে সাড়া দিচ্ছে না অনেক রাজনৈতিক দল। ফলে ঈদের পর বড় আন্দোলনের বিএনপির পরিকল্পনা অঙ্কুরেই নষ্ট হয়ে যাচ্ছে।