• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
১৯৭৫ সালের পর বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেলে যুদ্ধটা করলো কে? প্রশ্ন প্রধানমন্ত্রীর বঙ্গভবনে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় ভুটানের রাজার যোগদান বাংলাদেশ-ভুটান তিন সমঝোতা স্মারক সই ইফতার পার্টি না করে নিম্ন আয়ের মানুষকে সহযোগিতা করুন সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সমতাভিত্তিক সমাজ বিনির্মাণে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বাংলাদেশ মিশনগুলোর ভূমিকা রাখার আহ্বান সমরাস্ত্র প্রদর্শনী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আগামীকাল ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস উপজেলা নির্বাচনে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের সঠিক প্রতিনিধিত্ব ছাড়া উন্নয়ন হয় না প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আধুনিক কারিগরি ও প্রযুক্তি সন্নিবেশ করা হয়েছে : প্রধানমন্ত্রী প্রযুক্তি ব্যবহারে জলবায়ু সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব স্বাস্থ্যখাতের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে চায় ডব্লিউএইচও পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা এ বছর ফিতরার হার নির্ধারণ ২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব

গোলক ধাঁধায় বিএনপি, নেই কার্যকর কোনো কর্মসূচি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ আগস্ট ২০২১  

করোনার এ দুর্যোগে শুরু থেকেই  অলস সময় পার করছে বিএনপি। জনকল্যাণকর কোনো কর্মসূচি তো দূরের কথা তাদের দলীয় তেমন কর্মকাণ্ডই চোখে পড়েনি। এমন পরিস্থিতিতে বিএনপির প্রতি জনগণের অবশিষ্ট জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা তলানিতে ঠেকেছে।

এদিকে মহামারির এ পরিস্থিতিতে সাধারণ মানুষদের কোনো সহায়তা না করে লকডাউন শেষে খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবি আদায়ে আন্দোলনের আভাস দেওয়া হয়েছিল দলের পক্ষ থেকে। সম্প্রতি স্থায়ী কমিটির এক বৈঠকে এখনই কোনো আন্দোলনের দিকে না গিয়ে সাধারণ কর্মসূচি স্থির করা হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আরো এক মাস পর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে মাঠের কর্মসূচিতে যাবে বিএনপি। এরই ধারাবাহিকতায় রাজধানীতে শোভাযাত্রা, সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করার পাশাপাশি বিএনপি খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে চলমান বিভাগীয় সমাবেশ করা হবে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আন্দোলন ও সহিংসতার কারণে এ পর্যন্ত বিএনপির যে ক্ষতি হয়েছে, সেদিকে আর যাবে না দলটি। কেননা বিগত সময়ে বিভিন্ন ইস্যুতে আন্দোলন-সহিংসতার দিকে গিয়ে লাভের বদলে লোকসানই বেশি হয়েছে। আন্তর্জাতিক মহলে সন্ত্রাসী দল হিসেবেও বিবেচিত হয়েছে বিএনপি। তাই এবার নিয়মতান্ত্রিক কর্মসূচিতেই আগ্রহী বিএনপি।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈঠকটি তেমন ফলপ্রসূ হয়নি। আমি ব্যক্তিগতভাবে বৈঠকটিকে দায়সারা বলেই অভিহিত করবো।

তিনি বলেন, যেখানে কোরবানির ঈদের আগের বৈঠকে সিদ্ধান্ত হলো লকডাউন শেষ হলে আন্দোলন হবে। সেখানে ঈদের পরে এসে সাধারণ কর্মসূচির ঘোষণা আসছে। ফলে দলীয় সিদ্ধান্ত কোনো এক বৃত্তের গোলক ধাঁধায় আটকে আছে, যা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। এ কর্মসূচি দিয়ে এতদিন কিছুই হয়নি, এবারও হবে না বলে আমি মনে করি।