• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

‘পাকিস্তান গঠনের পরই বঙ্গবন্ধু বুঝে ছিলেন আমাদের পরাধীনতা বাড়বে’

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ মে ২০২২  

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি বলেছেন, জিয়াউর রহমান দেশবিরোধীদের প্রতিষ্ঠিত করে বঙ্গবন্ধুর নাম নিশ্চিহ্ন করার চেষ্টা করেছিলেন। রোববার (১৫ মে) বিকেলে ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে দোহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

মীর্জা আজম  বলেন, আমাদের সকলকে বঙ্গবন্ধু ও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে। পাকিস্তান গঠনের পরই বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন আমাদের পরাধীনতা আরো বেড়ে যাবে। তিনি ১৯৪৮ সালে পূর্বপাকিস্তান ছাত্র সংগ্রাম পরিষদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আন্দোলনের সূচনা করেছিলেন। এরপর ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা, ৬ দফা, ১৯৭০ নির্বাচন, ৭১’র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম। যুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধুর বাংলাদেশের রাষ্ট্রকাঠামো পরিকল্পনার সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকে হত্যা করেন।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে । বাংলাদশ এখন সারাবিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। পরিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় দোহার ও নবাবগঞ্জ থেকে সালমান এফ রহমানকে এমপি হিসেবে নির্বাচিত করার জন্য জনসাধারণকে আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানর উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ এমপি।  

প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা প্রশাসক বীর মুক্তিযাদ্ধা মাহবুবুর রহমান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের কন্দ্রীয় কমিটির শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার, অ্যাডভোকেট সানজিদা খাতুন, বাংলাদশ আওয়ামী স্বেছাসবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। উপজলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক আলী আহসান খাকন শিকদার।  

আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান কামাল, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, বাংলাদশ মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযাদ্ধা জাহাঙ্গীর আলম, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক সাজ্জাদ হোসন সুরুজ প্রমুখ।