• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সভা ৭ মার্চের ভাষণ মানুষকে উদ্বুদ্ধই করেনি, স্বাধীনতাও এনে দিয়েছে পাঁচ নারীকে জয়িতা পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়নে নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন

পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

তত্ত্বাবধায়ক সরকার নামের বেআইনি বিষয় নিয়ে বিএনপি মাতামাতি করছে, শুধুমাত্র পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও এটি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীতে শিশুদের মাঝে খাবার বিতরণ ও আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

কাদের বলেন, পৃথিবীর কোনো দেশ এ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধারণ করে না; বাংলাদেশে কেন করতে হবে। নিশ্চয় তারা (বিএনপি) লজ্জাশরমের মাথা খেয়ে এটা করছে। আওয়ামী লীগের এখানে কোনো লজ্জা নেই। পৃথিবীর অন্যান্য দেশ একমাত্র পাকিস্তান ছাড়া কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই।

তাছাড়া উচ্চ আদালত চিরদিনের জন্য এ ব্যবস্থা নিষিদ্ধ করেছে তা ফিরিয়ে আনার কোনো সুযোগ নেই; বিএনপি অযথাই এ ব্যবস্থা প্রবর্তনের জন্য মাতামাতি করছে বলেও মন্তব্য করেন তিনি।

সামনের দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।

এদিকে সকালে, রাজধানীতে আলাদা আরেকটি অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম (এমপি) বলেছেন, আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায়, আর নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

সকালে কেরানীগঞ্জের শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ নিয়ে কামরুল ইসলাম আরও বলেন, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে লাভ নেই।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে উত্তাল দেশের রাজনৈতিক অঙ্গন। প্রতিদিনই অনুষ্ঠিত হচ্ছে সভা-সমাবেশ। যেখানে রাজনৈতিক নানা ইস্যু নিয়ে তর্ক-বিতর্কের বাইরে সব থেকে বেশি গুরুত্ব পাচ্ছে, নির্বাচন কী প্রক্রিয়ায় হবে সেই বিষয়টি। বিএনপির পক্ষ থেকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি তোলা হলেও আওয়ামী লীগের স্পষ্ট বক্তব্য, সুযোগ নেই সংবিধানের বাইরে যাওয়ার।